নয়াদিল্লি: তিনি ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি। অলিম্পিক্সে পদক জিতে এই বিশ্বাসের প্রতিষ্ঠা দিয়েছিলেন যে, ব্যাডমিন্টনে ভারতীয়রাও বিশ্বের সেরাদের সঙ্গে টক্কর দিতে পারে। সেই সাইনা নেহওয়াল (Saina Nehwal) এবার এক ক্রিকেটারকেই চ্যালেঞ্জ ছুড়ে বসলেন। জানালেন, ক্রিকেট মাঠে যাই করুক না কেন, ব্যাডমিন্টন কোর্টে তাঁর ভয়ঙ্কর গতির স্ম্যাশ সামলাতে পারবেন না যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা। কেরিয়ারের সায়াহ্নে এসে তিনি যোগ দিয়েছেন রাজনীতিতে। একটি পডকাস্ট শোয়ে অতিথি হিসাবে এসে হায়দরাবাদের কন্যা ক্রিকেটের সঙ্গে ব্যাডমিন্টনের তুলনায় বিরক্ত হন। বলেন, 'যশপ্রীত বুমরার সঙ্গে আমাকে ক্রিকেট খেলতে হবে কেন? ও আমার সঙ্গে ব্যাডমিন্টন খেললে আমার ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতির স্ম্যাশ সামলাতে পারবে না।'
ক্রিকেটারেরা যেরকম সুযোগ সুবিধা পান, তার প্রসঙ্গও তুলেছেন সাইনা। দিয়েছেন মহম্মদ শামির উদাহরণ। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পর থেকে মাঠের বাইরে শামি। তবে শামির চিকিৎসা থেকে শুরু করে রিহ্যাব - পুরোটাই হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে।
যা নিয়ে সাইনা বলেছেন, 'শামির সম্প্রতি চোট লেগেছিল। সব কিছুর দেখাশোনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্রুত দলেও ফিরে আসবে ও। ক্রিকেটারদের অবস্থা এরকমই। ওদের খুব ভাল পরিচর্যা করা হয়। সেরা চিকিৎসক, সেরা ফিজিও, সেরা ট্রেনারদের পায়।' আরও বলেছেন, 'আমরা খেলার জন্য কোনও বেতন পাই না। কিছুই পাই না। আণরা নিজেদের চেষ্টায় এই জায়গায় পৌঁছেছি। দেশে কতগুলি ব্যাডমিন্টন অ্যাকাডেমি আছে? ক্রিকেট অ্যাকাডেমি কতগুলি আছে? যদি এত সংখ্যক অ্যাকাডেমি থাকত, সেরা সুযোগ সুবিধা পাওয়া যেত, ব্যাডমিন্টনেও অনেক প্লেয়ার উঠে আসত।'