নয়াদিল্লি: ভারতীয় (Indian Cricket Team) সীমিত ওভারের দলের নিয়মিত সদস্য তিনি। বিগত সাত বছর ধরে চুটিয়ে খেলছেন আন্তর্জাতিক ওয়ান ডে এবং টি-টোয়েন্টি। তবে এখনও ভারতীয় টেস্ট দলের দরজা যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) জন্য বন্ধই রয়েছে। অবশ্য এখনও টেস্ট খেলার সুযোগ না পেলেও, আশাহত হতে নারাজ চাহাল। লাল বলের ক্রিকেটে খেলাটাই তাঁর সবচেয়ে বড় স্বপ্ন বলে স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের তারকা লেগস্পিনার।


সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে। সাদা জার্সি পরে লাল বলের ক্রিকেট খেলাটাই ক্রিকেটারদের সর্বোচ্চ প্রাপ্তি। আমিও সেই স্বপ্নটাই দেখি। সাদা বলের ক্রিকেটে অনেকদিন ধরেই খেলছি বটে, তবে লাল বলের ক্রিকেট খেলাটা কিন্তু এখনও আমার চেকলিস্টে রয়েছে। আমার নামের পাশে টেস্ট ক্রিকেটারের তকমাটা দেখার স্বপ্ন এখনও দেখি আমি। আমি ঘরোয়া ক্রিকেটে এবং রঞ্জি ট্রফিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি, যাতে আমার এই স্বপ্নটা বাস্তবায়িত করতে পারি। ভারতীয় দলের হয় টেস্ট ক্রিকেট খেলার আশায় রয়েছি।'


চাহাল ভারতের হয়ে ৭২টি ওয়ান ডে ম্যাচ খেলে ১২১টি উইকেট ও ৭৫টি টি-টোয়েন্টিতে ৯১টি উইকেট নিয়েছেন, যা ভারতীয় হিসাবে সর্বাধিক। শুধু তাই নয়, সদ্য সমাপ্ত আইপিএল মরশুমেই তিনি ডোয়েন ব্র্যাভোকে পিছনে ফেলে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে যান। তবে তা সত্ত্বেও এখনও পর্যন্ত কিন্তু একটিও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। তবে সেই নিয়ে কিন্তু চাহাল খুব একটা চিন্তুত নন।


তিনি বলেন, 'ঠিক আছে। সব জিনিস তো আর আমরা নিয়ন্ত্রণ করতে পারিনা। তাই এই নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করি না। আমি যতদিন খেলছি, ততদিন নিজের সেরাটা দেওয়াই আমার লক্ষ্য, তা সে যে ফর্ম্যাটই, যে ধরনের ক্রিকেটই হোক না কেন। নির্বাচন হওয়া বা না হওয়াটা আমাদের হাতে নেই। মাঠে না নামলেও, কেউ যদি শুধুমাত্র স্কোয়াডের অংশ হয়ে ওই নীল জার্সিটা হাতে পায়, তাতেই তো আত্মবিশ্বাসটা অনেকাংশে বেড়ে যায়। জাতীয় দলের অংশ তো হতে পারে সেই ক্রিকেটার। তারপর যা হবে, সেটা না হয় পরের বিষয়।'


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ত্বকের এক্সফোলিয়েশন কেন প্রয়োজন? সপ্তাহে কদিন স্ক্রাব করবেন?