হারারে: জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs ZIM 3rd T20I) শুরুটা দুরন্ত গতিতে করেছিলেন দুই ভারতীয় ওপেনার। তবে সিকান্দার রাজ়া ও ব্লেসিং মুজ়ারাবানির নিয়ন্ত্রিত বোলিংয়ে দু'শো রানের গণ্ডি পার করতে পারল না টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ১৮২ রানেই থামল টিম ইন্ডিয়ার ইনিংস। ভারতের হয়ে অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) সর্বাধিক ৬৬ রানের ইনিংস খেলেন। 


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। ভারতীয় একাদশে চার বদল ঘটানো হল। বিশ্বজয়ী ত্রয়ী ম্যাচের আগেই দলে যোগ দিয়েছিলেন। যশস্বী, শিবম দুবে ও সঞ্জু স্যামসনের পাশাপাশি খলিল আমেদও দলে সুযোগ পান। রিয়ান পরাগ, সাই সুদর্শন, ধ্রুব জুরেল ও মুকেশ কুমার বাদ পড়েন। গত ম্যাচে সেঞ্চুরি হাঁকালেও যশস্বীর প্রত্যাবর্তনের ফলে অভিষেকের বদলে শুভমনের সঙ্গে তিনিই ওপেন করতে নামেন।




 



 






ভারতের শুরুটাও বেশ ভালই হয়। তিন ওভারেই ৪১ রান তুলে ফেলে টিম ইন্ডিয়া। তবে দারুণ ছন্দে ব্যাট করা যশস্বীকে ফিরিয়ে ভারতীয় ইনিংসের  রানের গতি নিয়ন্ত্রণে আনে জ়িম্বাবোয়ে। রিভার্স স্যুইপে সিকান্দর রাজ়ার বলে ৩৬ রানে আউট হন যশস্বী। গত ম্যাচের সেঞ্চুরিয়ান অভিষেক শর্মাও ১০ রানে তাঁরই শিকার হন। তবে ৩৬ বলে অর্ধশতরান পূরণ করেন শুভমন গিল। রুতুরাজের সঙ্গে মিলে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। ১৩ ওভারে শতরানের গণ্ডি পার করে ভারত।


তবে অর্ধশতরানের পর খুব বেশিদূর এগোতে পারলেন না গিল। ৬৬ রানে মুজ়ারাবানির বলে সাজঘরে ফিরতে হল তাঁকে। রুতুরাজও ইনিংসের শেষ ওভারে হাফসেঞ্চুরির দোরগোড়ায় ৪৯ রানে আউট হন। স্যামসনের সংগ্রহ ১২ রান। দুরন্ত শুরু করেও জ়িম্বাবোয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত ২০০ রানের গণ্ডি পার করতে পারল না। তবে লড়াইয়ের রসদ কিন্তু রয়েছে। জ়িম্বাবোয়ের হয়ে রাজ়া ও মুজ়াবানি দুইটি করে উইকেট নেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: রোহিতের 'কর্মজীবনের স্ত্রী' দ্রাবিড়? প্রিয় 'রাহুল ভাই'কে হিটম্য়ানের খোলা চিঠি