হারারে: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়লেন সিকান্দার রাজা (Sikandar Raza)। তিনি টেক্কা দিলেন বিরাট কোহলিকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্য়াচে সর্বাধিক প্লেয়ার অফ দ্য ম্য়াচের অ্য়াওয়ার্ড এতদিন ছিল কোহলির ঝুলিতে। কিন্তু সেই রেকর্ড এবার থেকে সিকান্দার রাজার দখলে। জিম্বাবোয়ের অলরাউন্ডার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে খেলার পর ম্য়াচের সেরার পুরস্কার পেলেন সিকান্দার।
রাজা নিজের চার ওভারের স্পেলে ১১ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়েছিলেন ম্য়াচে। জিম্বাবোয়ে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়। ১৭.৪ ওভারে ৮০ রান বোর্ডে তুলতে পারে শ্রীলঙ্কা। ৩৯ বছরের এই তারকা জিম্বাবোয়ে অলরাউন্ডার তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে মোট ১৭ বার ম্য়াচের সেরার পুরস্কর জিতে নিলেন। বিরাট কোহলি ২০১০ থেকে ২০২৪ সময়কালের মধ্য়ে ১২৫টি-টোয়েন্টি ম্যাচে মোট ১৬ বার ম্য়াচের সেরার পুরস্কার জিতেছেন এই ফর্ম্য়াটে।
সূর্যকুমার যাদবও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ১৬ বার ম্য়াচের সেরার পুরস্কার জিতেছেন। তিনি মাত্র ৮৩টি আন্তর্জাতিক ম্য়াচই এখনও পর্যন্ত খেলেছেন। আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে সূর্যকুমারের সামনে সুযোগ থাকছে বিরাট, রাজাদের টেক্কা দিয়ে শীর্ষে চলে যাওয়ার। তিনিই অধিনায়কও এই টুর্নামেন্টে ভারতীয় দলের।
এশিয়া কাপের মহারণের আগে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার বলছেন, 'যখন আমার আশেপাশে এমন দারুণ দক্ষ খেলোয়াড়দের দেখতে পাই, তখন স্বাভাবিকভাবেই আমার মুখে হাসি ফোটে। ওরা যেভাবে নিজেদের সর্বস্বটা উজাড় করে দেয়, সেটাই তো আমি আমার দলের থেকে চাই। ওরা মাঠে এই খেলাটা, অনুশীলন করাটা খুবই উপভোগও করে।'
ফের ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটদের?
ইতিমধ্যে নিজেদের ফিটনেস প্রমাণ করেছেন। রোহিত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে নিজের ফিটনেস প্মাণ করেছেন। বিরাট কোহলির বর্তমান কাজ রে ফেলেন লন্ডনে। সেখানে লর্ডসে কোহলি নিজের ফিটনেস পরীক্ষা দিয়ে, তা পাশও করেছেন বলে খবর।তবে ভারতীয় দলের হয়ে মাঠে নামার জন্য ওই পরীক্ষার পরেও কোন একসময় সেন্টার অফ এক্সিলেন্সে এসেই নিজের ফিটনেস প্রমাণ করতে হতে পারে। তাঁর ফিটনেসের দিকে কড়া নজর রাখছে বিসিসিআই।
পাশাপাশি একই রিপোর্টে দাবি করা হয় রোহিত শর্মাকে ভারতীয় ওয়ান ডে দলে নির্বাচিত করা হলেও তাঁর কাঁধ থেকে নেতৃত্বের দায়ভার সরতে পারে। দীর্ঘদিনের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।