নয়াদিল্লি: ক্রিকেটই তাঁর ধ্যান, জ্ঞান। তবে তাই বলে স্ত্রীর জন্মদিনই ভুলে যাবেন! ঠিক এমন ঘটনাই ঘটালেন রাজস্থান তথা মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার দীপক চাহার (Deepak Chahar)। গতকালই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের ভুল স্বীকার করেন দীপক।
দীপক জানান গোটা দিন ফিল্ডে থাকার পর তিনি স্ত্রীর জন্মদিন ভুলে গিয়েছিলেন বলে সাফাই দেন। স্ত্রী জয়া তাঁর পরিস্থিতি বুঝে যে তাঁকে ক্ষমা করা দিয়েছেন এবং এমন ভুল আর কখনও হবে না এই অঙ্গীকার করে তিনি লেখেন, 'শুভ জন্মদিন প্রিয় জয়া। আমার স্ত্রী কতটা বোঝনদার এবং আমায় কতটা ভালবাসে, সেটা আমি সবাইকে জানাতে চাই। আমি ওর জন্মদিন ভুলে গিয়েছিলাম, তাও ও আমায় ক্ষমা করে দিয়েছে কারণ ও বুঝেছে যে ৯০ ওভার ফিল্ডিং করার পর এমনটা হওয়া অস্বাভাবিক নয়। পরের বার থেকে এমন ভুল হবে না জয়া।'
এই পোস্টের পরে আবারও আরেকটি পোস্ট করেন দীপক। সেখানে অবশ্য তাঁর স্ত্রীর সঙ্গে সুন্দর সেটিংয়ে কেক কাটতে দেখা যায় দীপককে। জয়ার মুখেও ছিল হাসি ও সন্তুষ্টি। দীপক ওই পোস্টের ক্যাপশনে লেখেন, 'অবশেষে কেট কাটা হল। এবার আমরা শান্তিতে ঘুমোতে পারি।'
এই ঘটনা সত্ত্বেও দীপককে তাঁর স্ত্রী জয়া ক্ষমা করে দেওয়ায় নেটিজেনরা রীতিমতো বিস্মিত। কেউ কেউ তো তাঁকে 'দেবী' আখ্যা দিতেও পিছপা হননি।
হার্দিকের সামনে ইতিহাস গড়ার হাতছানি
আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। দ্বিতীয় দিনেই ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আসন্ন টুর্নামেন্টেই নতুন রেকর্ড গড়ার মুখে দাঁড়িয়ে আছেন হার্দিক পাণ্ড্য। আর মাত্র ১৭ রান ব্যাট হাতে করতে পারলেই নতুন নজির গড়বেন বঢোদরার অলরাউন্ডার।
এখনও পর্যন্ত এশিয়া কাপ টি-টোয়েন্টিতে হার্দিক মোট ৮৩ রান করেছেন ও ১১ উইকেট নিয়েছেন। আর ১৭ রান করতে পারলেই টি-টোয়েন্টি এশিয়া কাপের ফর্ম্য়াটে প্রথম প্লেয়ার হিসেবে ব্যাট হাতে ১০০ রান ও বল হাতে ১০ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়বেন। হার্দিক এই দলের সিনিয়র অলরাউন্ডার।