জয়পুর: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল টানা দু’টি ম্যাচে হার ভারতীয় দলের। যার জেরে সোশ্য়াল মিডিয়ায় তীব্র সমালোচনার শিকার ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। এরই মধ্যে অনুষ্কা শর্মা নামে এক অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারকে নিয়ে বিভ্রান্তি ছড়াল। ঘটনাচক্রে বিরাটের স্ত্রীর নামও অনুষ্কা শর্মা। তবে তিনি অভিনয় করেন, ক্রিকেট খেলেন না। ক্রিকেটার অনুষ্কা শর্মা মহিলাদের অনূর্ধ্ব-১৯ একদিনের চ্যালেঞ্জার ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়ে নিয়েছেন। তবে পারফরম্য়ান্সের চেয়েও তাঁর নাম নিয়েই সোশ্য়াল মিডিয়ায় বেশি আলোচনা চলছে।
গতকাল অসাধারণ খেলেন অনুষ্কা। ইন্ডিয়া বি-র হয়ে ইন্ডিয়া এ-র বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে তিনি ১১৪ বলে ৭২ রান করেন। জি তৃষার সঙ্গে জুটিতে তিনি ১৮৮ রান যোগ করেন। ফলে ইন্ডিয়া বি ৪ উইকেটে ২২১ রান করে। এরপর বল হাতেও দুর্দান্ত পারফরম্যান্স দেখান অনুষ্কা। তিনি ৯.৪ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন। ইন্ডিয়া এ-র বাকি পাঁচজন ব্যাটসম্যান রান আউট হয়ে যান। ৪২ ওভারের মধ্যেই ১২৯ রানে গুটিয়ে যায় ইন্ডিয়া এ-র ইনিংস। ফলে অনুষ্কারা ৯২ রানে ম্যাচ জেতেন।
এই ম্যাচের পরেই সোশ্যাল মিডিয়ায় অনুষ্কাকে নিয়ে শুরু হয়েছে জোরদার আলোচনা। নানারকম মিম দেখা যাচ্ছে। অনেকেই বিরাট-অনুষ্কাকে নিয়ে মজার ছলে নানা মন্তব্য করছেন।
বিসিসিআই-এর মহিলা ক্রিকেট বিভাগের ট্যুইটার হ্যান্ডলে অনুষ্কার পারফরম্যান্সের কথা উল্লেখ করা হয়। সেই ট্যুইট ভাইরাল। অনেকেই সেই ট্যুইটে নানা মন্তব্য করতে শুরু করেন। বিরাটের স্ত্রীর সঙ্গে তুলনা শুরু হয়ে যায়।
মধ্যপ্রদেশের ক্রিকেটার অনুষ্কা অলরাউন্ডার হিসেবেই ইন্ডিয়া বি দলে এসেছেন। তিনি মধ্যপ্রদেশের হয়েই ঘরোয়া ক্রিকেটে খেলছেন। এবারই প্রথম তিনি চ্যালেঞ্জার ট্রফিতে খেলার সুযোগ পেয়েছেন। এটাই তাঁর জীবনের প্রথম বড়মাপের প্রতিযোগিতা। সেখানেই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়ে নিলেন তিনি।