নয়াদিল্লি : বাবা হলেন ভুবি। ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ও তাঁর স্ত্রী নুপুরের ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের যে সুখবর শুনিয়েছেন মেরট ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MDCA) কোষাধ্যক্ষ রাকেশ গয়াল। জানা গিয়েছে, বুধবার সকাল ৯টা নাগাদ রাজধানীর এক নার্সিংহোমে মেয়ের জন্ম দিয়েছেন নুপুর। 


চতুর্থ বিবাহবার্ষিকীর ঠিক পরের দিনই সুখবর পেলেন ভুবি-নুপুর। ২০১৭ সালের ২৩ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দু'জনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে ব্যস্ত থাকায় মাঝের সময়টা সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে থাকতে পারেননি। চলতি বছরটা ব্যক্তিগতভাবে বেশ খারাপভাবেই কেটেছে ভুবির। দীর্ঘদিন লিভারের ইনফেকশনে ভোগার গত মে মাসে ভুবির মেরঠের বাড়িতেই প্রয়াত হন তাঁর বাবা কিরণ পাল সিংহ।






পেশাদারিভাবেও খুব একটা ভাল কাটেনি ভুবির। টি২০ বিশ্বকাপে (T20 World Cup) শুধুমাত্র পাকিস্তান ম্যাচে ভারতের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। যেখানে ৩ ওভারে ২৫ রান দেন ভারতীয় এই পেসার। যদিও ৩১ বছরের ভারতীয় এই পেসার সদ্যসমাপ্ত কিউয়ি সিরিজের ৩ ম্যাচেই খেলেন, যেখানে তিনি ৩ টি উইকেট নেন।


আরও পড়ুন- তিন থেকে পাঁচ, দীনেশ-দীপিকার ঘরে জোড়া অতিথি