চেন্নাই : তিন থেকে বেড়ে পাঁচ। সুখবর শোনালেন দীনেশ কার্তিক। নাইট শিবিরের অন্যতম সদস্যের ঘরে এসেছে জোড়া নতুন অতিথি। ইনস্টাগ্রামে বাবা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। দীনেশ কার্তিক ও তাঁর স্ত্রী তথা আন্তর্জাতিক স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকাল যমজ সন্তানের অভিভাবক হয়েছেন। দীনেশের ঘরে আলো করে এসেছে দুই পুত্র। সবার সঙ্গে যে সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দীনেশ কার্তিক।
কার্তিক ইনস্টাগ্রামে স্ত্রী দীপিকা ও দুই ছেলের সঙ্গে ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, 'এভাবেই তিন থেকে পাঁচ হলাম আমরা। দীপিকা ও আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি দুই ছেলেসন্তান এসেছে আমাদের ঘরে। ওদের নামে কবীর পাল্লিকল কার্তিক ও জিয়ান পাল্লিকাল কার্তিক। এর থেকে বেশি খুশি আগে কখনও হইনি।'
প্রসঙ্গত, দীনেশ ও দীপিকার সংসারে তাদের আদরের কুকুরকে তারা সন্তানের মতো করেই আগলে রাখেন। সেই জন্যই তাকেও পরিবারের অঙ্গ হিসেবেই জানিয়ে দীনেশ কার্তিক পরিবারের তিন থেকে বেড়ে পাঁচ জনের হওয়ার কথা জানিয়েছেন। কয়েকদিন আগেই সংযুক্ত আরব আমিরশাহি থেকে দেশে ফিরেছেন দীনেশ। আইপিএলের দ্বিতীয় অংশে দারুণভাবে ঘুরে দাঁড়ালেও ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।