সেন্ট লুসিয়া: ইউনিভার্সাল বস ক্রিস গেইলের আরও একটি নজির। ব্যাট হাতে যখনই মাঠে নেমেছেন দর্শকদের আনন্দ দিয়েছেন। বিশেষ করে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান মানা হয় তাঁকে। এবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের মালিক হলেন অভিজ্ঞ এই ক্যারিবিয়ান ওপেনার। মঙ্গলবাই এই কৃতিত্বের মালিক হন ক্রিস গেইল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলার সময়ই এই অনন্য নজিরের মালিক হন গেইল। সেন্ট লুসিয়ায় খেলা চলছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে সিরিজেও এই মুহূর্তে জয় ছিনিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচে ব্যাটিংয়ের সময়ে তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমে ৩৮ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন গেইল। নিজের ইনিংসে ৭টি ছক্কা ও চারটি বাউন্ডারি হাঁকান গেইল। ২০১৬ সালের পর থেকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে এটাই গেইলের এক ইনিংসে সর্বোচ্চ রান। এদিন প্রথমে নিজের তিন বলে মিচেল স্টার্কের বিরুদ্ধে কোনও রানই করতে পারেননি গেইল। তবে এরপর জশ হ্যাজেলউডের ওভারে পরপর ৪ বলে ১৮ রান করেন এই বিস্ফোরক ব্যাটসম্যান। লেগস্পিনার অ্যাডাম জাম্পার ওভারেও সংহার মুর্তিতে দেখা গেল গেইলকে। অজি লেগস্পিনারের ওভারে ৬ বলে ২২ রান করেন গেইল। নিজের অর্ধশতরানও পূরণ করেন।
সেইসঙ্গে সঙ্গেই এই নজির গড়ে ফেলেন তিনি। আইসিসির তরফে গেইলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেই পোস্টে আইসিসি গেইলের ছবির সঙ্গে পোস্টে লিখেছে, ‘এমন একটা মাইলস্টোন, যা কখনও আগে কেউ ছুঁতে পারেনি। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১৪ হাজার রানের মালিক হলেন ক্রিস গেইল।’ প্রাক্তন অজি তারকা ক্রিকেটার মাইকল বেভান এই পোস্টে লাইক করেছেন। এমনকী নিজের শুভেচ্ছাবার্তায় বাঁহাতি বেভান লিখেছেন, ‘অসাধারণ! ১৪ হাজার রান টি-টোয়েন্টি ক্রিকেটে। দুর্দান্ত প্রাপ্তি।’
উইন্ডিজ ক্রিকেট বোর্ডের ট্যুইটার হ্যান্ডেলেও গেইলের ছবি পোস্ট করা হয়েছে। এছাড়াও সতীর্থ নিকোলাস পুরানের সঙ্গে তাঁর ভিডিও পোস্ট করা হয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের ট্যুইটার হ্যান্ডেলে।