লন্ডন: সতীর্থর শোবার ঘরে ঢুকে এক মহিলাকে ধর্ষণের দায়ে ইংল্যান্ডের কাউন্টি দল উরসেস্টারশায়ারের প্রাক্তন অলরাউন্ডার অ্যালেক্স হেপবার্নের (২৩) পাঁচ বছরের কারাদণ্ড হল। হিয়ারফোর্ড ক্রাউন কোর্টের বিচারপতি জিম টিন্ডাল এই সাজা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, প্রাক্তন সতীর্থ জো ক্লার্কের সঙ্গে একটি প্রতিযোগিতা শুরু করেন হেপবার্ন। এই প্রতিযোগিতার শর্ত ছিল, যত বেশি সম্ভব মহিলার সঙ্গে যৌন সংসর্গ করতে হবে। সেই প্রতিযোগিতায় জেতার লক্ষ্যেই ২০১৭ সালের এপ্রিলে ক্লার্কের পরিচিত ওই মহিলাকে একা পেয়ে ধর্ষণ করেন হেপবার্ন। চারদিন ধরে এই মামলার বিচার চলে। ওই মহিলা জানান, একটি নাইটক্লাবে তাঁর সঙ্গে ক্লার্কের আলাপ হয়। তাঁরা যৌথ সম্মতিতেই মিলিত হন। এরপর গভীর রাতে শৌচাগারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ক্লার্ক। তিনি সংজ্ঞা হারান। এরপরেই সেই ঘরে গিয়ে ওই মহিলাকে ধর্ষণ করেন হেপবার্ন। বিচারপতির মতে, হেপবার্ন সেই সময় ‘অপরিণত’ ছিলেন। এখন তিনি বুঝতে পারছেন, কতটা খারাপ কাজ করেছেন।