ঢাকা: নো-বল ডেলিভারি নিয়ে আম্পায়ারকে কটাক্ষ। তার জেরে মাথা গরম করে উইকেটকিপারের মাথায় স্টাম্পের আঘাত ব্যাটসম্যানের! বাংলাদেশে ক্রিকেট মাঠেই মৃত্যু হল উদীয়মান ক্রিকেটারের। শোকের ছায়া নেমে এসেছে এ ঘটনায়।

 

স্থানীয় পুলিশ প্রধান ভুঁইয়া মেহবুব হাসান জানিয়েছেন, গতকাল ঢাকার এক পাড়ায় স্থানীয় ছেলেদের মধ্যে  ম্যাচ চলছিল। উইকেটের পিছনে ছিলেন বাবুলাল শিকদার নামে এক  ক্রিকেটার। একটি ওভারে আম্পায়ার আগের বলটি ‘নো-বল’ ঘোষণা করায় তিনি বলতে থাকেন, ব্যাটসম্যানের প্রতি পক্ষপাতিত্ব হচ্ছে। এবারের বলটাও ‘নো বল’ ডাকবেন আম্পায়ার। এ কথা কানে যেতেই মেজাজ হারিয়ে আচমকা একটি স্টাম্প তুলে তাঁর মাথার পিছনে আঘাত করেন সংশ্লিষ্ট ব্যাটসম্যান। মাঠেই লুটিয়ে পড়েন বাবুলাল। ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি।

ঘটনার পর থেকেই পলাতক ব্যাটসম্যান। তাঁকে খুঁজছে পুলিশ।

 

ক্রিকেট মাঠে মৃত্যুর ঘটনা নতুন নয়। মাথায় বাউন্সার লেগে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুর স্মৃতি ফিকে হয়ে যায়নি এখনও। কিন্তু উত্তেজনার বশে প্রতিপক্ষের খেলোয়াড়কে আঘাত করার ঘটনাটি নিঃসন্দেহে অভূতপূর্ব।