মুম্বই: সামনে ইংল্যান্ড সফর। মুম্বইয়ে আপাতত ভারতীয় দলের সতীর্থদের সঙ্গে নিভৃতবাসে রয়েছেন মিতালি রাজ। দল ইংল্যান্ড যাওয়ার আগে বায়ো বাবলে প্রবেশ করবেন তিনি। বিরাট কোহলিদের সঙ্গেই মুম্বইয়ে টিম হোটেলে রয়েছেন মিতালিরা। ২ জুন দলের সঙ্গে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবেন মিতালি। তার আগে দেশের করোনা পরিস্থিতি সামলাতে উদ্যোগী মিতালি ও তাঁর পরিবার। 


দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। মিতালি নিজের উদ্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি তেলঙ্গনার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা করে দিয়েছিলেন।এরপর নিজের উদ্যোগে সাধারণ মানুষের হাতে খাবার ও অল্প অর্থ তুলে দিতে শুরু করেন তিনি। এখন তিনি টিম ইন্ডিয়ার সঙ্গে মুম্বইয়ে কোয়ারেন্টিনে রয়েছেন। তবে এর মধ্যেও থেমে নেই তাঁর সেবামূলক কাজ। সেই কাজ চালিয়ে যাচ্ছেন মিতালির বাবা দোরাই রাজ।






সম্প্রতি এলাকার অটো চালকদের হাতে খাবার ও কিছু অর্থ তুলে দেন দোরাই। ট্যুইট করে নিজেই সেই খবর জানিয়েছেন মিতালি। দিয়েছেন বাবার ছবিও। তবে এই কাজ করার সময় দোরাইয়ের মুখের মাস্ক ঠিক জায়গায় ছিল না। ঠিক মতো মাস্ক না পড়েই কাজ করছিলেন মিতালির বাবা। যা দেখে কিছুটা যেন বিরক্ত ভারতীয় মহিলা দলের তারকা। বাবার সেই ছবি পোস্ট করে মিতালি লিখলেন, ‘অটো চালকদের খাদ্যশস্য এবং সামান্য পরিমাণ অর্থ বিতরণ করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে গত বছর থেকে আমরা এই কাজটি শুরু করেছিলাম। বাবা আমার অনুপস্থিতিতে এই কাজটি করছেন। শুধু সমস্যা তাঁর মাস্ক পরার ধরন।’



আপাতত হোটেলের জিমেই ইংল্যান্ড সফরের আগে ওয়ার্ম আপ করতে দেখা গিয়েছে মিতালি, হরমনপ্রীত কৌর, ঝুলন গোস্বামী-সহ ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের। জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে কোভিড নেগেটিভ হতে হবে সকলকে।