সারে: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি সেরে নিতে চাইছিেন পুরো দমে।। আর তাই কাউন্টি ক্রিকেট খেলার ভাবনা মাথায় আসে। কাউন্টিতে মাঠে নেমেই নজির রবিচন্দ্রন অশ্বিনের। সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ভারতীয় দলের অভিজ্ঞ অফস্পিনার। চোট পাওয়া কাইল জেমিসনের পরিবর্তেই এই ম্যাচে খেলেছিলেন তিনি। আর নেমেই এক নজির গড়েন তিনি।
সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর এই সিরিজকেই পাখির চোখ করেছেন ভারতীয় দল। তার প্রস্তুতিতেই কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলতে নেমেছিলেন অশ্বিন। সমারসেটের বিরুদ্ধে সারের ম্যাচ ছিল। সেই ম্যাচে সমারসেটের অধিনায়ক টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে অশ্বিনকে প্রথম ওভারে বল করার জন্য নিয়ে আসেন সারে অধিনায়ক। এরসঙ্গে সঙ্গেই একটা নজির গড়েন তামিল এই ক্রিকেটার। গত ১১ বছরে কাউন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনও স্পিনার ম্যাচের প্রথম ওভার বল করলেন। এর আগে শেষবার ২০১০ সালে এমনটা হয়েছিল।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় দিনে ৪৩ ওভার বল করে ১ উইকেট পান অশ্বিন। ৯৯ রান দেন। অশ্বিন ভারতের তৃতীয় স্পিনার যিনি টেস্টে ৪০০ বা তার বেশি উইকেটের মালিক হয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দলকে জেতাতে না পারলেও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাটে, বলে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। শতরানও হাঁকিয়েছিলেন সেই সিরিজে। এবার ফের একবার প্রতিপক্ষ ইংল্যান্ড। রুটদের দেশে আসন্ন ৫ ম্যাচের টেস্ট সিরিজেও অশ্বিনের অলরাউন্ড পারফরম্যান্সের দিকে তাকিয়ে গোটা ভারতীয় দল।
এই নিয়ে কাউন্টিতে নিজের তৃতীয় ক্লাবে খেলছেন অশ্বিন। এর আগে ২০১৭ সালে ওয়ার্কশায়ারের হয়ে খেলেছিলেন। এছাড়া ২০১৯ সালে নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছিলেন ভারতের এই তারকা স্পিনার। আগামী ৪ অগাস্ট থেকে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ।