ওয়েম্বলি: ইউরো কাপের ফাইনালে বর্ণবৈষম্যের শিকার হলেন ইংল্যান্ডের ৩ ফুটবলার মার্কাশ র‌্যাশফোর্ড,জর্ডন স্যাঞ্চো ও বুকায়ো সাকা। এদিন ফাইনালে ইতালির বিরুদ্ধে পেনাল্টি মিস করেন এই ফুটবলাররা। এরপরই সমর্থকদের যাবতীয় ক্ষোভের মুখে পড়তে হয় ৩ ইংরেজ ফুটবলারকে।


ম্যাচের পরই এই ৩ ফুটবলারের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষীমূলক মন্তব্য করা হয়েছে। তবে এই ঘটনাকে কোনওভাবেই সমর্থন করা হচ্ছে না। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এর তীব্র নিন্দা করেছে। একইসঙ্গে বলা হয়েছে যে পুরো ঘটনার তদন্ত করবে মেট্রোপলিটন পুলিশ।


রবিবার রাতে ইউরো কাপের ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয় ম্যাচ। প্রথমার্ধে ২ মিনিটের মাথায় লিউক শয়ের গোলে ইংল্যান্ড গোল করে এগিয়ে গেলেও। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটের মাথায় বোনুচ্চির গোলে সমতা ফেরায় ইতালি। এরপরই যদিও নির্ধারিত সময়ে আর কোনও দলই গোল করতে পারেনি।


ম্যাচ টাইব্রেকারে পৌঁছোলে সেখানে ৩-২ গোলে জয় হয় ইতালি। এমন গুরুত্বপূর্ণ সময়ে টাইব্রেকারে গোল করতে পারেননি র‌্যাশফোর্ড, স্যাঞ্চো ও বুকায়ো। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এমন ঘটনা কোনওভাবেই অভিপ্রেত নয়। তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এই ঘটনার। দোষীদের শাস্তি প্রাপ্য। আমরা আমাদের ফুটবলারদের সবরকমভাবে সমর্থন করছি। অভিযুক্তদের চিহ্নিত করা হবে।’


গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন ইংল্যান্ড ফুটবলাররা। ফাইনালে ইতালির বিরুদ্ধেও দুর্দান্ত শুরু করেছিল গ্যারেথ সাউথগেটের দল। প্রথমার্ধে হ্যারি কেনদের গতির সামনে রীতিমতো পিছিয়ে পড়েছিল ইতালি। তবে খেলা যত এগােয়, ততই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় আজুরিরা। 


এদিন ম্যাচের আগেই বর্ণবিদ্বেষের তীব্র প্রতিবাদ জানাতে হাঁটু গেড়ে মাঠে বসেছিলেন ২ দলের ফুটবলাররা। মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর এর আগে ক্রীড়াক্ষেত্রে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছিলেন ক্রীড়াবিদরা। উয়েফা ও ফিফাও বারবার বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। কিন্তু তাতেও যেন এই সমস্যার সমাধান করা যাচ্ছে না। ইউরোর ফাইনালের পর তার প্রমাণ পাওয়া গেল আরও একবার।