লখনউ : ভারতের প্রাক্তন পেসার তথা ধারাভাষ্যকার আরপি সিংহের বাবাকেও এবার কেড়ে নিল করোনা। বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। কয়েক সপ্তাহ আগেই করোনার প্রকোপে পড়েছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় কিছুদিন আগেই রুদ্রপ্রকাশ সিংহের বাবা শিবপ্রকাশ সিংহকে ভর্তি করানো হয়েছিল লখনউয়ের মেদান্তা হাসপাতালে। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে এদিন প্রয়াত হলেন তিনি।


কিছুদিন আগেই করোনা কেড়ে নিয়েছিল পীষূষ চাওলার বাবা প্রমোদ কুমার চাওলাকে। কয়েকদিনের ব্যবধানে মা ও বোনকে হারিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তিও। এবার বাবাকে হারালেন আরপি সিংহ। ট্যুইটারে পিতৃবিয়োগের যে খবর জানিয়ে আরপি সিংহ লিখেছেন, 'প্রচণ্ড দুঃখের সঙ্গে জানাতে চাই আমার বাবা শিবপ্রকাশ সিংহ আজ প্রয়াত হয়েছেন। বেশ কিছুদিন ধরেই কোভিডের সঙ্গে লড়াই চালানোর পর ১২ মে, আজকের দিনে সেই লড়াইয়ে হার মানলেন তিনি। ভালো থেকে পাপা।' বিশ্বকাপজয়ী আরপি এবারের আইপিএলের ধারাভাষ্যকারের ভূমিকায় অংশ নেননি বাবার অসুস্থতার জেরেই।


খবর পেয়েই আরপি সিংহের উদ্দেশে সমবেদনার বার্তা দিয়েছেন সুরেশ রায়নারা। তাঁকে ট্যাগ করে সুরেশ রায়না লিখেছেন, 'আরপি সিংহের বাবার প্রয়াণের খবরে শোকাহত। হৃদয় থেকে তোমার ও তোমার পরিবারের প্রতি সমবেদনা রইল ভাই। ওনার আত্মনার শান্তি কামনা করি।' শোকের আবহে রুদ্রপ্রতাপ সিংহের প্রতি সমবেদনার বার্তা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্ল, প্রজ্ঞান ওঝা, হার্শেল গিবসের মতো প্রাক্তন ক্রিকেটাররা। শোকবার্তা জানিয়েছেন ক্রীড়াপ্রশাসকরাও।


গোটা ভারত এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ের সুনামিতে লন্ডভন্ড। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমিত, মৃতের সংখ্যা। দেশের স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশ করা বুলেটিনই জানাচ্ছে, ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৫ জনের। যার ফলে দৈনিক মৃত্যুতে বিশ্বে ফের সর্বকালীন রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন।