ঢাকা: দিনটি হয়তো দ্রুত ভুলতে চাইবেন শাকিব আল হাসান।
শুক্রবার বেনজির বিতর্কে জড়ালেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় প্রথমে লাথি মেরে স্টাম্প ভেঙে দিলেন। পরে আবার মেজাজ হারিয়ে উইকেটই উপড়ে ফেললেন। প্রতিপক্ষ কোচের সঙ্গে কার্যত হাতাহাতি, আম্পায়ারের সঙ্গে তর্ক, কিছুই বাদ গেল না। শেষ পর্যন্ত অবশ্য ক্ষমা চাইলেন শাকিব।
এদিন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে তাঁর উগ্র আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তীব্র সমালোচনায় মুখর নেটিজেনরা। অনেকেই তাঁর শাস্তির দাবি করেছেন। ঠিক কী হয়েছে শুক্রবার? ঢাকা প্রিমিয়ার লিগে মহমেডান স্পোর্টিং বনাম আবাহনীর মধ্যে ম্যাচ চলছিল। পঞ্চম ওভারে বল করছিলেন মহমেডানের শাকিব। ব্যাট করছিলেন আবাহনীর মুসফিকুর রহমান। শাকিবের একটি বল মুসফিকুরের প্যাডে লাগে। শাকিবরা এলবিডব্লিউয়ের আবেদন জানালে আম্পায়ার সেটা নাকচ করেন। তখনই মেজাজ হারিয়ে নন স্ট্রাইকিং জোনের স্টাম্পে লাথি মারেন শাকিব। তারপর আম্পায়ারের সঙ্গে তাঁকে উত্তেজিত হয়ে তর্ক করতে দেখা যায়। এই ঘটনা নিয়ে জলঘোলা চলার ফাঁকেই তিনি আরও একটি বিতর্কে জড়ান। বৃষ্টির জন্য আম্পায়ার খেলা বন্ধ করে দিলে ফের ক্ষোভ উগড়ে দেন শাকিব। তখন ষষ্ঠ ওভারের পাঁচ বল হয়েছে। কিন্তু আম্পায়ারের খেলা বন্ধ করার সিদ্ধান্ত পছন্দ হয়নি মহমেডান অধিনায়কের। ক্ষিপ্ত শাকিব মিড অন থেকে দৌড়ে এসে তিনটি স্টাম্প তুলে নিয়ে আছাড় মারেন মাটিতে!