নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের গ্রহ থেকে তিনি এখন অনেক দূরে। পারিবারিক জীবনে বিধ্বস্ত পরিস্থিতি। স্ত্রীয়ের বিরুদ্ধে মানসিক নির্যাতনে অভিযোগ করে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন তিনি। দু জনে আলাদা হন এরপর। তবে ছেলের সঙ্গও ছাড়তে হয়েছিল শিখর ধবনকে। এবার ছেলে জোরাবরের জন্মদিনে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন বাঁহাতি এই ওপেনার। 


নিজের সোশ্যাল মিডিয়ায় জোরাবরের সঙ্গে একটি ভিডিও কলের স্ক্রিনশট নেওয়া ছবি পােস্ট করে ধবন লেখেন, ''এক বছর হতে চলল তোমায় সামনে থেকে দেখিনি। আর তিন মাস হতে চলল আমি সব জায়গা থেকে ব্লকড। তোমার সঙ্গে কথা বলার উপায় নেই। তাই এখানেই লিখলাম, শুভ জন্মদিন। পাপা তোমায় রোজ মিস করে। তোমায় সবসময় অনুভব করে। অনেক বড় হও। দুষ্টুমি করতে থাকো, তবে খুব বেশি নয়। পাপা তোমায় নিয়ে গর্ববোধ করে। একদিন আবার দেখা হবে। সেই দিনটার অপেক্ষায় রইলাম। তুমি জানতে পারো না, আমি রোজই তোমার সঙ্গে কথা বলি। তোমায় চিঠি লিখি। তোমার বেড়ে ওঠাকে অনুভব করি।''


 






উল্লেখ্য, ধবনের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত জানিয়েছে, ২০২০ সালেই কার্যত শিখরদের বিবাহিত জীবন কার্যত শেষ হয়ে গিয়েছিল। তাই তাঁদের বিচ্ছেদকে স্বীকৃত দেওয়া হল। তবে শিখরদের সন্তানের দায়িত্ব কাকে দেওয়া হবে, সেটা এখনও ঠিক করা হয়নি। বর্তমানে মায়ের কাছেই রয়েছে শিখর ধাওয়ানের পুত্র।


৩৮ বছর বয়সি শিখর জাতীয় দলের পরিকল্পনায় না থাকলেও, তিনি বিগত কয়েক মরশুম ধরে আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করে গিয়েছেন। তাই জন্য তাঁকে পাঞ্জাব কিংস কিন্তু রিটেন করেছে। তিনি যে দলের অধিনায়কত্ব করবেন, সেটাও পাকা। পাঞ্জাব এখনও পর্যন্ত একাধিকবার আইপিএলের ফাইনাল খেললেও, তাঁদের খেতাব জয় অধরাই রয়ে গিয়েছে। এই মরশুমে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটে কি না, সেটাই দেখার বিষয়। বর্তমানে শিখর ভারতীয় দলের আশেপাশেও নেই। তবে তিনি বরাবরই যা তাঁর হাতের বাইরে, সেই বিষয়ে চিন্তাভাবনা না করে, তিনি যা করতে পারবেন, সেইদিকে অধিক নজর দেন। তাই অন্য কিছুর কথা না ভেবে শিখর ধবন যে আসন্ন আইপিএলে নিজের সবটা উজাড়ব করে দেওয়ার লক্ষ্যেই মাঠে নামবেন, তা আন্দাজ করাই যায়। সেই লক্ষ্যেই তিনি অনুশীলনে নেমে পড়লেন।