মুম্বই: প্রায় ৩ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে গেলেন শুভমন গিল। আগামী ৪ অগাস্ট থেক ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাওয়া যাবে না এই তরুণ ভারতীয় ক্রিকেটারকে। আগামী সেপ্টেম্বরে আয়োজিত হতে চলা আইপিএলের দ্বিতীয় পর্বেও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতেও দেখা যাবে না গিলকে। পায়ের চোটের জন্য ছিটকে গেলেন গিল।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচেই পায়ে চোট পেয়েছিলেন গিল। এরপর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়ার পথে হয়ত শুভমন। সেই আশঙ্কাই সত্যি হল। মঙ্গলবারই এই বিষয় সরকারি বিবৃতি দিয়ে দেওয়া হয়েছে। তবে শুভমনের বিকল্প ক্রিকেটার হিসেবে কারও নাম জানানো হয়নি এখনও।


শুভমনের পায়ের হাড়ে চিড় ধরেছে। টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে জাতীয় দলের টেস্ট ফর্ম্যাটের নিয়মিত সদস্য শুভমন। রোহিত শর্মার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালেও ওপেন করতে নেমছিলেন। কিন্তু ফিল্ডিংয়ের সময় চোট পান গিল। আইপিএল শুরু হতে আর বাকি ২ মাসের কিছুটা বেশি সময়। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স শিবিরের জন্য কিন্তু এটা বড় একটা ধাক্কা।


গত ২ মরসুমে গিল কেকেআরের ওপেনার হিসেবে বেশ নির্ভরযোগ্য হয়ে উঠেছিলেন। ওপেনিংয়ে কখনও ত্রিপাঠী তো কখনও সুনীল নারিনকে পাঠানো হলেও ধারাবাহিক পারফর্ম করে ওপনিংয়ে নিজের জায়গা পাকা করে নিয়েছেন শুভমন। আইপিএলের প্রথম পর্বে দেশের মাটিতে দলের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না কলকাতার। এই পরিস্থিতিতে শুভমনকে ছাড়াই আমিরশাহিতে নতুন করে প্ল্যান করতে হবে মর্গ্যান ও কেকেআর টিম ম্যানেজমেন্টকে।


ভারতীয় দল ইংল্যান্ডে টেস্ট সিরিজের জন্য শুভমনের বিকল্প হিসেবে ভাবনাচিন্তা করেছে পৃথ্বীকে ডাকার। কিন্তু তা নিয়ে অবশ্য কপিল দেব মুখ খুলেছিলেন। স্কোয়াডে রাহুল, ময়ঙ্ক এমনকী ব্যাক আপ ক্রিকেটার হিসেবে অভিমন্যু ঈশ্বরণও রয়েছেন। এই পরিস্থিতিতে কেন বাইরে থেকে পৃথ্বীকে ডাকা হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কপিল।