মুম্বই: বিশ্বক্রিকেটে ৩৬০ ডিগ্রি প্লেয়ার হিসেবে পরিচিত ছিলেন এবি ডিভিলিয়ার্স (AB De Villiers)। কিন্তু গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেট পেয়ে গিয়েছে নতুন ৩৬০ ডিগ্রি প্লেয়ারকে। তিনি হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সীমিত ওভারের ফর্ম্য়াটে জাতীয় দলের নিয়মিত সদস্য এই ডানহাতি ব্যাটার। মাঠের চারধার ধরে খেলতে পারেন। অভিনব সব শট খেলার ক্ষমতা রাখেন। এবার আন্তর্জাতিক যোগ দিবসে নিজের কিছু অভিনব শটের ছবি পোস্ট করেই শুভেচ্ছা জানালেন সূর্যকুমার যাদব। কী পোস্ট করলেন তিনি নিজের সোশ্যাল মিডিয়ায়?
নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে কিছু আনঅর্থোডক্স শটের ছবির কোলাজ করে পোস্ট করেছেন সূর্য। সেই সব শট থেকেই বোঝা যায় যে কেমন শারীরিক নমনীয়তা থাকলে এই ধরণের শট খেলা যায়। সূর্যকুমারের স্টোরিতে দেওয়া ছবি গুলো দেখে মনে হবে যেন ২২ গজেই যোগ ব্যায়াম করছেন এই মুম্বইকর। নিজের পোস্টে সূর্যকুমার লিখেছেন, ''আজ আন্তর্জাতিক যোগ দিবস। সবাই সুস্থ থাকুল, শান্তিতে থাকুন।''
২১ জুন। আন্তর্জাতিক যোগ দিবস। সারা ভারতের সঙ্গে সঙ্গে বিশ্বের নানা প্রান্তে পালিত হচ্ছে এই দিনটি। প্রত্যেকবারের মত এবারও সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ বার্তা দিয়ে যোগ দিবস পালনের সূচনা করেন। ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নিজের রাজ্যে দিনটি উদযাপন করা হয়। আর এইদিনই সারা বিশ্বে এই যোগ দিবস উপলক্ষে একটি নজির স্থাপন করেছে গুজরাত। এমনটাই দাবি করেছেন গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি।
বুধবার তিনি বলেন, সুরাতে যোগ দিবস পালনে জড়ো হয়েছিলেন বিরাট সংখ্যক মানুষ। মন্ত্রীর দাবি, সংখ্যাটা নাকি লক্ষাধিক ! এক জায়গায় যোগ সেশনের জন্য উপস্থিত ছিলেন এক লাখেরও বেশি মানুষ। যোগ দিবসে এমন বড় জমায়েত নাকি বেনজির। তাই এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Record) জায়গা করে নিয়েছে। এক লাখেরও বেশি মানুষ ইভেন্টে অংশ নিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে, বলেন সাঙ্ঘভি ।
গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল সুরাতের ডুমাস এলাকায় রাজ্য-স্তরের 'আন্তর্জাতিক যোগ দিবস' উদযাপনে যোগ দিয়েছিলেন। তাঁর দাবি, সব মিলিয়ে, ১.২৫ কোটি মানুষ রাজ্যের ৭২ হাজারটি জায়গায় যোগ দিবস উদযাপনে অংশ নেন এদিন। আন্তর্জাতিক যোগ দিবসের অধিবেশন শুরু হওয়ার আগে তাঁর ভাষণে তিনি এই দাবি করেন।