নিউ দিল্লি : করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে লড়াই করছেন চিকিৎসা জগতের মানুষরা। রয়েছেন পুলিশ, সংবাদমাধ্যম, সাফাইকর্মী সহ বিভিন্ন পেশার মানুষ। তাঁদের উদ্দেশে কৃতজ্ঞতা জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।


টুইটারে তিনি লেখেন, "করোনার বিরুদ্ধে লড়াই করা স্বাস্থ্যকর্মী ও সামনের সারির সকলকে কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যম এবং সমর্পণ সত্যিই সম্ভ্রম জানানোর মতো। এর পাশাপাশি আমি সেইসব মানুষকেও ধন্যবাদ জানাতে চাই যাঁরা এই কঠিন সময়ে এগিয়ে এসে একে অপরকে সাহায্য করেছেন। আপনাদের মতো হিরোদের পেয়ে ভারত কৃতজ্ঞ।"  


অন্যদিকে ফ্রন্টলাইন ওয়ার্কারদের "প্রকৃত নায়ক" বলে সম্মান জানিয়েছেন অনুষ্কা। টুইটারে তিনি লিখেছেন, সমস্ত স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের ধন্যবাদ। আপনারা যেভাবে নিজেদের উৎসর্গ করেছেন, তা সত্যিই অনুপ্রেরণামূলক। দেশের জন্য আনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছেন। সেই কারণে, আমরা আপনাদের কাছে চির ঋণী। বিরাট এবং আমার কাছে, এবং সর্বোপরি এই দেশের কাছে আপনারাই সত্যিকারের নায়ক।


করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত জেরবার গোটা দেশ। গত ২৪ ঘণ্টাতেও ৪ লক্ষর বেশি মানুষ সংক্রমিত এবং ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২ কোটি ২২ লক্ষ ৯৬ হাজার ৪১৪-তে। এই কঠিন পরিস্থিতিতে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন বিরাট-অনুষ্কাও। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই ২ কোটি টাকা দিয়েছেন এই জুটি। এর পাশাপাশি "ইন দিস টুগেদার" ক্যাম্পেনে আরও ২ কোটি টাকা তোলার জন্য এগিয়ে এসেছেন তাঁরা।


প্রসঙ্গত, দেশের এই সংকটজনক পরিস্থিতিতে সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছেন সিনেমা ও ক্রীড়া জগতের অনেকেই। সেই তালিকায় রয়েছেন- সোনু সুদ, অক্ষয় কুমার, সুস্মিতা সেন, সলমন খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, সচিন তেন্ডুলকর, শিখর ধবন, ব্রেট লি, প্যাট কামিন্সরা।


উল্লেখ্য, করোনা মহামারী শুরুর প্রথম থেকেই অসহায়দের পাশে দাঁড়িয়েছেন সোনু। বিভিন্ন জায়গায় তাঁর দল অক্সিজেন পৌঁছে দেওয়া সহ বিভিন্নভাবে মানুষকে সাহায্য করছে।