মুম্বই: একজন কিংবদন্তি গায়ক। অন্যজন মহান ক্রিকেটার। আচমকাই জড়িয়ে যেতে চলেছে দুজনের নাম।
কিশোর কুমার (Kishore Kumar) ও বিরাট কোহলি (Virat Kohli)।
প্রয়াত কিশোর কুমারের মুম্বইয়ের বাংলোয় রেস্তোরাঁ খুলতে চলেছেন বিরাট কোহলি! কোনও জল্পনা নয়, এ খবর দিয়েছেন স্বয়ং কিশোর কুমারের পুত্র, বিখ্যাত গায়ক অমিত কুমার।
মুম্বইয়ের জুহুতে কিশোর কুমারের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি কিংবদন্তি গায়ক-অভিনেতার বাংলোটিকে নতুন উদ্যোগে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বাংলোটি ৫ বছরের জন্য লিজে নিয়েছেন কোহলি।
শীঘ্রই এই বাংলোয় নতুন একটি রেস্তোরাঁ চালু করতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। কিশোর কুমারের ছেলে অমিত কুমার এই খবরের সত্যতা স্বীকার করেছেন সংবাদসংস্থা এএনআইয়ের কাছে।
ক্রিকেটার বিরাট কোহলি জুহুতে কিশোর কুমারের বাংলোর একটি বড় অংশ লিজে নিয়েছেন বলে খবর। সেখানে কাজ চলছে দ্রুত গতিতে। এই জায়গাটিকে শীঘ্রই একটি রেস্তোরাঁ চালু করা হবে। এএনআই সূত্রে খবর, বিরাট কোহলির এই নতুন প্রকল্পের কাজ প্রায় শেষ। আগামী মাস থেকে শুরু হতে পারে রেস্তােরাঁ। এই খবর নিশ্চিত করেছেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার।
অমিত বলেছেন, 'লীনা চন্দভারকরের ছেলে সুমিত মাত্র কয়েক মাস আগে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে দেখা করেছিলেন। এই বিষয়টি নিয়ে কথা হয়েছিল তাঁর সঙ্গে। ওই জায়গাটি বিরাটকে ৫ বছরের জন্য লিজে দেওয়া হয়েছে।
লীনা চন্দভারকর হলেন গায়কের চতুর্থ স্ত্রী এবং সুমিত তাঁর একমাত্র পুত্র। অমিত কুমার কিংবদন্তি কিশোরের প্রথম স্ত্রী রুমা গুহঠাকুরতার ছেলে। অমিত কুমারও গায়ক, অভিনেতা এবং সঙ্গীত পরিচালক।
ক্রিকেটার বিরাট কোহলির এটাই প্রথম রেস্তোরাঁ নয়। ২০১৭ সালে দিল্লির আর কে পুরম থেকে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেছিলেন কোহলি। দিল্লিতেই নিজের প্রথম রেস্তোরাঁ শুরু করেছিলেন তিনি। তার পর দিল্লিতেই খোলেন আরও একটি রেস্তোরাঁ। এবার মুম্বইয়ে শাখা খুলছেন বিরাট।
আরও পড়ুন: বিশ্বের যে কোনও দলকে ধ্বংস করতে পারে, সতীর্থকে মাঠেই কুর্নিশ কোহলির