মুম্বই: মুম্বইয়ের শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াদেকরের। বিদেশের মাঠে তাঁর নেতৃত্বেই ভারত প্রথম সিরিজ জিতেছিল। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মাটিতে ওয়াদেকরের নেতৃত্বেই সিরিজ জিতেছিল ভারত।
দীর্ঘ দিন অসুস্থ থাকার পর দক্ষিণ মুম্বইয়ের একটি হাসপাতালে গত বুধবার মৃত্যু হয় ওয়াদেকরের।
ক্রিকেটার, অধিনায়ক, ম্যানেজার , কোচ ও নির্বাচক-এই বহুমুখী ভূমিকায় ভারতীয় ক্রিকেটের সেবা করেছেন তিনি। একদিনের ক্রিকেটে ভারতীয় দলের প্রথম অধিনায়কও তিনিই।
অনুরাগীরে অন্তিম শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিয়ে আজ সকালে ওরলিকে তাঁর বাসভবনে ওয়াদেকরের দেহ রাখা হয়েছিল।
কিংবদন্তী সচিন তেন্ডুলকর, বিনোদ কাম্বলি, সমীর দিঘের মতো ক্রিকেটার ও হকি দলের প্রাক্তন অধিননায়ক এম এস সোমাইয়া এবং মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন ও বর্তমান আধিকারিকরা প্রয়াত ওয়াদেকরকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন।
বিসিসিআই-এর জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশনস) সাবা করিম বোর্ডের পক্ষ থেকে শেষশ্রদ্ধা নিবেদন করেন।
প্রয়াত ক্রিকেটারকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন রাজনৈতিক নেতারা। এসেছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
এরপর ওয়াদেকরের মরদেহ একটি খোলা ট্রাকে মধ্য মুম্বইয়ের দাদরে শিবাজী পার্ক জিমখানা (এসপিজি)-তেনিয়ে যাওয়া হয়। সেখানে প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল, নীলেশ কুলকার্নি, ঘরোয়া ক্রিকেটের বিশিষ্ট খেলোয়াড় পদ্মাকর শিভালকর এবং এসপিজির আধিকারিকরা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে চির বিদায় জানান।
জিমখানায় ছিলেন যতীন পরাঞ্জপে। তাঁর বাবা বাসু পরাঞ্জপে ছিলেন শেষকৃত্য স্থলে।
জিমখানা থেকে জাতীয় পতাকায় মোড়া ওয়াদেকরের দেহ শেষকৃত্যস্থলে নিয়ে যাওয়া হয়।
পরিবারের সদস্য ও অনুরাগীরা চোখের জলে চিরবিদায় জানান ওয়াদেকরকে। মুম্বই পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় গান স্যালুট।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াদেকরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2018 05:53 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -