মুম্বই: কয়েকদিন আগেই দু’জনে একসঙ্গে ইন্ডিয়া লিজেন্ডসের হয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেছিলেন। ভারতীয় দলকে চ্যাম্পিয়নও করেন তাঁরা। কিন্তু সচিন তেন্ডুলকরের পর এবার করোনা আক্রান্ত হলেন ইন্ডিয়া লিজেন্ডসের অন্যতম সদস্য ইউসুফ পঠানও। তিনি নিজেই ট্যুইট করে এই খবর জানিয়েছেন।


ট্যুইটে ইউসুফ পাঠান লিখেছেন, ‘আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীরে সামান্য উপসর্গ রয়েছে। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর আমি বাড়িতেই কোয়ারেন্টিনে আছি। সবরকম সতর্কতা মেনে চলছি এবং চিকিৎসার মধ্যে আছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে যত দ্রুত সম্ভব করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’



এর আগে জানা যায়, ট্যুইট করে সচিন জানান, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে এবং তিনি হোম আইসোলেশনে আছেন। তাঁর পরিবারের সবার করোনা পরীক্ষা করানো হয়। তবে বাকিদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।



ট্যুইটে সচিন লেখেন, ‘করোনাকে যাতে ঠেকিয়ে রাখা যায়, সেটা নিশ্চিত করার জন্য আমি পরীক্ষা করাচ্ছি এবং যাবতীয় সতর্কতা মেনে চলছি। তবে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীরে করোনার সামান্য উপসর্গ আছে। বাড়ির বাকি সবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি হোম কোয়ারেন্টিনে আছি। আমি যাবতীয় সতর্কতা মেনে চলছি। চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন, সেই অনুযায়ী চলছি। যে সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আমাকে দেখছেন এবং সারা দেশের সবার চিকিৎসা করছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবাই সাবধানে থাকুন।’


রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা লিজেন্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া লিজেন্ডস। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ইউসুফ। তিনি ৩৬ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা। সচিন ওপেন করতে নেমে ৩০ রান করেন। যুবরাজ সিংহ ৪১ বলে ৬০ রান করেন। ১৪ রানে ম্যাচ জেতে ভারত।