চেন্নাই: পরপর ম্যাচ খেলা নিয়ে ক্রিকেটারদের ক্লান্তির অজুহাত দেওয়া উচিত নয়। এমনই দাবি করলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। তিনি বলেছেন, ‘আমাদের ক্রিকেটার জীবন স্বল্প। আমরা ৬০ বা ৭০ বছর বয়স পর্যন্ত খেলতে পারি না। যতটুকু সময় খেলার সুযোগ পাই, সেটা আমাদের কাজে লাগানো উচিত। কারও পরপর ম্যাচ খেলে ক্লান্ত হয়ে পড়ার অজুহাত দেওয়া উচিত নয়।’
চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল রোহিতকে। চোট সারিয়ে তিনি দলে ফিরেছেন। না হলে তিনি বিশ্রাম নেওয়ার পক্ষপাতী নন বলেই জানিয়েছেন রোহিত। তাঁর মতে, এখন ক্রিকেটাররা ঠাসা সূচিতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। তাঁদের ফিট রাখার দায়িত্ব ফিজিও এবং ট্রেনাররা আছেন। তাছাড়া ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছে। তাই ক্লান্তির অজুহাত দেওয়া যায় না।
রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ। এই সিরিজে বিপক্ষ অধিনায়ক স্টিভ স্মিথকে বেশি রান করতে না দেওয়াই ভারতের লক্ষ্য থাকবে বলে জানিয়েছেন রোহিত।
ক্রিকেটারদের ক্লান্তির অজুহাত দেওয়া উচিত নয়, দাবি রোহিত শর্মার
Web Desk, ABP Ananda
Updated at:
14 Sep 2017 08:47 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -