চেন্নাই: ভারতের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের একদিনের সিরিজ জয়ের জন্য অস্ট্রেলিয়ার বড় ভরসা ফিল্ডাররা। এমনই দাবি করলেন ব্যাটসম্যান ট্রেভিস হেড। বৃহস্পতিবার অনুশীলনের পর তিনি বলেছেন, ‘ফিল্ডিং একটি ম্যাচে জয়-পরাজয় নির্ধারণ করে দিতে পারে। আমার মনে হয় অস্ট্রেলিয়ানরা ফিল্ডিং নিয়ে গর্বিত। আমরা এ বিষয়ে প্রচুর পরিশ্রম করি। আমাদের দলে কয়েকজন অসাধারণ ফিল্ডার আছে। আমরা এমন কয়েকজনকে দেখেছি যারা ফিল্ডিংয়ের মাধ্যমে ম্যাচ জিতিয়ে দেয়। তবে চাপের মুহূর্তে পারফরম্যান্স দেখানোই আসল।’
দলের ফিল্ডিংয়ের পাশাপাশি নিজের ব্যাটিং অর্ডার নিয়েও খুশি হেড। তাঁর আশা, এই সিরিজে চার নম্বরে ব্যাট করার সুযোগ পাবেন। দলের ব্যাটিং বিভাগ প্রসঙ্গে হেড বলেছেন, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, মার্কাস স্টোইনিসরা সম্প্রতি ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। জেমস ফকনারও ভাল ব্যাটিং করেন। মিডল অর্ডারে তাঁর সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের জুটি জমবে বলেই আশা হেডের। তিনি ভারতের অধিনায়ক বিরাট কোহলিরও প্রশংসা করেছেন।
আমাদের ফিল্ডাররাই ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতাতে পারে, দাবি ট্রেভিস হেডের
Web Desk, ABP Ananda
Updated at:
14 Sep 2017 06:22 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -