তুরিন: ২১ বছরের সম্পর্কের শেষে বার্সা ছেড়েছেন লিওনেল মেসি (lionel messi)। পিএসজিতে (psg) যোগ দিয়েছেন আর্জেন্তাইন সুপারস্টার। এবার জুভেন্তাস ছাড়়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (cristiano ronaldo)। অন্তত কানাঘুষো তেমনই। এখনই সরকারিভাবে কোনও বিবৃতি না ওলেও সি আর সেভেন যে জুভেন্তাস ছাড়তে চলেছেন, তা এক প্রকার নিশ্চিত।
জানা গিয়েছে যে রোনাল্ডো নিজেই জুভেন্তাস ছাড়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। জানা গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটির প্রস্তাবে আগ্রহ দেখিয়েছেন পর্তুগিজ তারকা। ইতালির ক্লাবটির সঙ্গে নাকি কোনওরকমের বনিবনা হচ্ছে না। ক্লাবের ডিরেক্টরও সেই ব্যাপারে জানিয়েছেন। এছাড়াও চলতি মরসুমে প্রথম একাদশে সেভাবে রোনাল্ডোকে খেলাননি জুভেন্তাসের ম্য়ানেজার অ্যালেগ্রি। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন যে তাঁর সিস্টেমে নাকি সিআর সেভেনের জায়গা নেই! ফলে রোনাল্ডোর জুভেন্তাস ছাড়া যে একপ্রকার নিশ্চিত ছিল, বলাই যায়।
রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডেস ম্যান সিটি, পিএসজি ছাড়াও আরও অনেক ইউরোপিয়ান ক্লাবের সঙ্গে কথা বলেছেন। তবে রোনাল্ডো ইংল্য়ান্ডের ক্লাবে ফিরতে চেয়েছিলেন। মাঝে পিএসজি দৌড়ে থাকলেও ম্যান সিটির প্রস্তাবে সি আর সেভেন রাজি হয়েছেন বলেন খবর।
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদে ছিলেন রোনাল্ডো। এর আগে অবশ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ছিলেন ৬ বছর। এই দুটো ক্লাবের হয়ে যতটা সাফল্য পেয়েছিলেন, ততটা জুভেন্তাসে পাননি রোনাল্ডো। ৩ মরসুম আগে যেই লক্ষ্য নিয়ে জুভেন্তাসে পাড়ি দিয়েছিলেন সেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যপূরণ হয়নি। ব্যক্তিগত স্থরেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি সেভাবে। এছাড়া গত মরসুমে সিরি এ তে ইন্টার মিলানের বিরুদ্ধে হারতে হয় তুরিনের ক্লাবটিকে। এরপর থেকে অ্যালেগ্রির একাদশে ধীরে ধীরে ব্রাত্য হতে থাকেন রোনাল্ডো। কিন্তু কিছুদিন আগেও যদিও তিনি জুভেন্তাসেই থাকছেন, এমনই আভাস দিয়েছিলেন ৫ বারের বর্ষসেরা ফুটবলার। কিন্তু এখন যা পরিস্থিতিতি তাতে হয়ত ১১ বছর পর ফের ইংল্যান্ডের ক্লাবই হতে চলেছে ক্রিশ্চিয়ানোর পরবর্তী ঠিকানা।