রিয়াদ: সদ্যই নিজের নতুন ক্লাব আল নাসরে (Al Nassr) সরকারিভাবে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। মঙ্গলবারই সৌদ আরবের ক্লাবে যোগ দিয়ে নিজের প্রথম সাংবাদিক সম্মেলন করে ফেলেছেন রোনাল্ডো। নিজের নতুন ক্লাবের হয়ে প্রথম সাংবাদিক সম্মেলনেই বড় ভুল করে বসলেন রোনাল্ডো। 'সৌদি আরব'কে ভুল করে 'দক্ষিণ আফ্রিকা' বলে ফেলেন 'সিআর৭'।
সাংবাদিক সম্মেলেনে ভুল
ঘটনাটি সাংবাদিক সম্মেলনেই ঘটে। সেখানেই রোনাল্ডো বলেন, 'দক্ষিণ আফ্রিকায় আসাটা একেবারেই আমার কেরিয়ারের শেষ নয়। সত্যি বলতে এই কারণেই আমি এই (দল) বদলটা চেয়েছিলাম। লোকজন কী ভাবল, তা দিয়ে কিছু যায় আসে না। আমি নিজে থেকে এখানে আসার সিদ্ধান্তটা নিয়েছি এবং লোকের ধারণা বদলানোর দায়িত্বটা আমারই।' রোনাল্ডোর এই মারাত্মক ভুলে ধরিয়ে দিতে নেটিজেনরা সময় নষ্ট করেননি। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয় রোনাল্ডোর এই ভিডিওটি।
কথার মর্যাদা
আল নাসরে রোনাল্ডোর যোগদানের ঘোষণার পর থেকেই তাঁকে আর কোনওদিন ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলতে দেখা যাবে কি না, সেই নিয় জল্পনা চলছিলই। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন স্বয়ং রোনাল্ডো। ৩৭-র রোনাল্ডো স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর ইউরোপ অভিযান শেষ। রোনাল্ডো এক সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমার জীবনের এত বড় একটি সিদ্ধান্ত নিয়ে আমি গর্বিত। ইউরোপে আমার কাজ শেষ। আমি ওখানে সবকিছু জিতেছি। এটা আমার কাছে এক নতুন চ্যালেঞ্জ। আল নাসর আমায় এই সুযোগ দেওয়ায় আমি অত্যন্ত কৃতজ্ঞ। শুধু ফুটবলের নিরিখে নয়, পরবর্তী প্রজন্ম এবং মহিলাদের (উদ্বুদ্ধ করার সুযোগ পাওয়ার) জন্য আমি কৃতজ্ঞ। আমার কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ বটে। তবে আমি খুবই খুশি এবং গর্বিত।'
পর্তুগিজ মহাতারকা জানান তাঁর দেশ তথা ইউরোপের বিভিন্ন ক্লাব তাঁকে সই করার চেষ্টা করলেও, তিনি আল নাসরকে কথা দিয়েছিলেন এবং সেই কথার মর্যাদাই রাখলেন। 'আমার কাছে ইউরোপ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, এমনকী পর্তুগালের বিভিন্ন ক্লাবের প্রস্তাব আসে। তবে আমি এই ক্লাবকে কথা দিয়েছিলাম। এখানে আমার অভিজ্ঞতার মাধ্যমে অনেক কিছু করার একটা সুযোগ রয়েছে। আমি ইউরোপে সমস্ত রেকর্ড ভেঙেছি, এবার এখানেও কিছু রেকর্ড ভাঙতে চাই। এই প্রস্তাবটা অনন্য, তবে আমি বাকি পাঁচজনের থেকে আলাদা, তাই এটা খুব বিস্ময়কর নয়। লোকে কী বলল, সেই নিয়ে আমি একেবারেই ভাবি না। আমি জানি এই লিগে কড়া প্রতিযোগিতা হয় এবং আমি অনেক ম্যাচও দেখেছি। কোচ চাইলে বুধবারের পর থেকেই আমি খেলতে পারি। আমি খেলাটা চালিয়ে যেতে চাই।' বলেন রোনাল্ডো।
আরও পড়ুন: অনুশীলনে ফিরলেন মেসি, বিশ্বচ্যাম্পিয়নকে 'গার্ড অফ অনার' পিএসজি সতীর্থদের