রিয়াদ: বিশ্বকাপ চলাকালীনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) সম্পর্ক ছিন্ন করেন। তাঁর নতুন ক্লাব নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। সেইসব জল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের আল নাসর (Al-Nassr) ক্লাবে যোগ দিয়েছেন 'সিআর৭'। আড়াই বছরের চুক্তিতে এশিয়ার ক্লাবে আসছেন রোনাল্ডো। এই ঘোষণার পর থেকেই তাঁকে আর কোনওদিন ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলতে দেখা যাবে কি না, সেই নিয় জল্পনা চলছিলই। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন স্বয়ং রোনাল্ডো।

Continues below advertisement


শেষ ইউরোপিয়ান অধ্যায়?


 ৩৭-র রোনাল্ডো স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর ইউরোপ অভিযান শেষ। রোনাল্ডো এক সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমার জীবনের এত বড় একটি সিদ্ধান্ত নিয়ে আমি গর্বিত। ইউরোপে আমার কাজ শেষ। আমি ওখানে সবকিছু জিতেছি। এটা আমার কাছে এক নতুন চ্যালেঞ্জ। আল নাসর আমায় এই সুযোগ দেওয়ায় আমি অত্যন্ত কৃতজ্ঞ। শুধু ফুটবলের নিরিখে নয়, পরবর্তী প্রজন্ম এবং মহিলাদের (উদ্বুদ্ধ করার সুযোগ পাওয়ার) জন্য আমি কৃতজ্ঞ। আমার কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ বটে। তবে আমি খুবই খুশি এবং গর্বিত।'


অনন্য খেলোয়াড়


পর্তুগিজ মহাতারকা জানান তাঁর দেশ তথা ইউরোপের বিভিন্ন ক্লাব তাঁকে সই করার চেষ্টা করলেও, তিনি আল নাসরকে কথা দিয়েছিলেন এবং সেই কথার মর্যাদাই রাখলেন। 'আমার কাছে ইউরোপ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, এমনকী পর্তুগালের বিভিন্ন ক্লাবের প্রস্তাব আসে। তবে আমি এই ক্লাবকে কথা দিয়েছিলাম। এখানে আমার অভিজ্ঞতার মাধ্যমে অনেক কিছু করার একটা সুযোগ রয়েছে। আমি ইউরোপে সমস্ত রেকর্ড ভেঙেছি, এবার এখানেও কিছু রেকর্ড ভাঙতে চাই। এই প্রস্তাবটা অনন্য, তবে আমি বাকি পাঁচজনের থেকে আলাদা, তাই এটা খুব বিস্ময়কর নয়। লোকে কী বলল, সেই নিয়ে আমি একেবারেই ভাবি না। আমি জানি এই লিগে কড়া প্রতিযোগিতা হয় এবং আমি অনেক ম্যাচও দেখেছি। কোচ চাইলে বুধবারের পর থেকেই আমি খেলতে পারি। আমি খেলাটা চালিয়ে যেতে চাই।' বলেন রোনাল্ডো


আড়াই বছরের চুক্তিতে নতুন ক্লাবে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ২০২৫ সাল পর্যন্ত আল নাসরেই রোনাল্ডোকে খেলতে দেখা যাবে। একাধিক খবর অনুযায়ী রোনাল্ডো এই চুক্তি অনুযায়ী প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো করে পারিশ্রমিক পাবেন।


আরও পড়ুন: প্রয়াত দুই প্রধানের হয়ে ময়দান কাঁপানো শ্যামল ঘোষ