কলকাতা: নানা কারণে হতে পারে লিভার ক্যানসার (Liver Cancer)। যা মারাত্মকও। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অন্যান্য ক্যানসারের মতোই প্রাণঘাতী এই ক্যানসার। কিন্তু অনেক সময়ই লিভার ক্যানসারের লক্ষণগুলি না জানা থাকার ফলে বুঝতে অসুবিধা হয় যে এই রোগ দেখা দিয়েছে কিনা। যার ফলে চিকিৎসাও শুরু হয় দেরিতে। বিশেষজ্ঞদের মতে, লিভার ক্যানসারের উপসর্গগুলি জেনে রাখা জরুরি। তবেই দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে। আর তবেই, সুস্থ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।


লিভার ক্যানসারের লক্ষণগুলি কী কী? (Liver Cancer Symptoms)


১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রাথমিক স্তরেই যদি লিভার ক্যানসারের চিকিৎসা শুরু করা যায়, তাহলে তা সুস্থ হতে সাহায্য করে। এর লক্ষণগুলি এড়িয়ে যাওয়া উচিত নয়। লিভার ক্যানসারের অন্য়তম লক্ষণ আচমকা ওজন কমে যাওয়া। তাই যদি আচমকা ওজন কমতে শুরু করে, তাহলে আনন্দে আত্মহারা হওয়া সঠিক নয়। বরং, একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। হতে পারে, লিভারে ক্যানসার দেখা দিয়েছে।


২. খিদে কমে যাওয়াও লিভার ক্যানসারের অন্য়তম লক্ষণ। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।


৩. মাথা ঘোরা, বমিভাব কিংবা ডায়রিয়ার সমস্যা দেখা দেওয়াও লিভার ক্য়ানসারের প্রাথমিক লক্ষণ।


৪. ডানদিকের তলপেটের উপরের অংশে ফোলাভাব দেখা দেওয়া। এবং সারাক্ষণ অস্বস্ত্বিভাব দেখা দেওয়া।


আরও পড়ুন - Health Tips: কোন লক্ষণগুলি দেখে বুঝবেন আপনি মিষ্টির প্রতি মারাত্মকভাবে আসক্ত


৫. পেটে ব্যথা অনুভব করলে তা সাধারণ মনে করে এড়িয়ে যাওয়া সঠিক নয়। পেটের ব্য়থা লিভার ক্যানসারের লক্ষণও হতে পারে।


৬. চুলকানি দেখা দেওয়া।


৭. চোখ এবং ত্বক যদি হলুদ হয়ে যায়, তাহলে তা লিভার ক্যানসারের লক্ষণ।


৮. বিশেষজ্ঞদের মতে, লিভার ক্যানসার হলে জ্বর, তলপেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত হতে পারে।


বিশেষজ্ঞদের মতে লিভার ক্যানসারের এই লক্ষণগুলি দেখা দিলে একেবারেই অবহেলা করা উচিত নয়। বরং, যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা দরকার। যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়, তত তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।