লিসবন : সময়টা খারাপ যাচ্ছে না। সম্প্রতি দেশের জার্সিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হ্যাটট্রিক করেছেন। এবার "যমজ সন্তানের" বাবা হতে চলেছেন বলে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঘোষণা করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 


পার্টনার জর্জিনা রডরিগের সঙ্গে একটি ছবিতে আল্ট্রাসাউন্ডে ধরা পড়া যমজের ছবিও দিয়েছেন রোনাল্ডো। ছবির ক্যাপশনে লিখেছেন, আমাদের যমজ সন্তান আসতে চলেছে, একথা জানাতে পেরে ভীষণ ভাল লাগছে । তোমাদের জন্য আর তড় সইছে না। পোস্টের দ্বিতীয় ছবিতে চার সন্তানকে নিয়ে রোনাল্ডোকে একটি স্যুইমিং পুলে দেখা যাচ্ছে।


রোনাল্ডোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। ২০১০ এর জুন মাসে জন্মগ্রহণ করে(সারোগেট)। সাত বছর পর ২০১৭-র জুনে যমজ সন্তান হয় এই কিংবদন্তির- ইভা ও মাতেও(সারোগেট)। এর পর ২০১৭-র নভেম্বর জন্মগ্রহণ করে আলানা মার্টিনা। পার্টনার রডরিগের সঙ্গে বায়োলজিক্যালি প্রথম সন্তান আলানা-ই। ২০১৭ সালে রোনাল্ডো ফ্রান্স ফুটবলকে জানিয়েছিলেন, তিনি সাত সন্তান চান।


এদিকে দেশের জার্সিতেই হোক বা ক্লাব ফুটবলে, বয়স বাড়লেও থামার কোনও লক্ষণই নেই সি আর সেভেনের। দেশের জার্সিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সম্প্রতি হ্যাটট্রিক করেছেন রোনাল্ডো। ওই ম্যাচে পর্তুগাল লুক্সেমবুর্গকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয়। দেশের জার্সিতে এটা ছিল তাঁর ১০ নম্বর হ্যাটট্রিক। ম্যাচে একাধিপত্য বজায় রেখেই লুক্সেমবুর্গকে হারিয়ে দেয় পর্তুগাল।


কিছুদিন আগেই দেশের হয়ে খেলতে নেমেই ফের রেকর্ড গড়েছিলেন রোনাল্ডো। পর্তুগালের হয়ে ১৮১ তম ম্যাচ খেলতে নেমেছিলেন সি আর সেভেন। আর তার সঙ্গে সঙ্গে জাতীয় দলের জার্সিতে ইউরোপীয় দেশগুলির ফুটবলারদের বিচারে সব থেকে বেশি ম্যাচ খেলে ফেলেন। টপকে যান স্পেনের সের্জিও রামোসকে, যিনি দেশের হয়ে ১৮০টি ম্যাচে খেলেছেন। কাতারের বিরুদ্ধে প্রীতি ম্যাচেই এই নজির গড়েন রোনাল্ডো। ম্যাচেও ৩-০ ব্যবধানে জয় পায় পর্তুগাল। সেদিনের ম্যাচের প্রথম গোলই আসে রোনাল্ডোর পা থেকে। ৩৭ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর পর্তুগালের হয়ে আরও ২ টো গোল করেন জোসে ফন্তে ও আন্দ্রে সিলভা।