লিসবন: বিশ্বকাপের ব্যর্থতার পরই পর্তুগাল ফুটবল দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ফার্নান্দো স্য়ান্তোসকে। তাঁর বদলে কোচ করে আনা হয়েছিল রবার্তো মার্তিনেজকে। কাতার বিশ্বকাপের সময় প্রথম একাদশের বাইরে রোনাল্ডোকে রাখা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন স্যান্তোস। এবার দলের সুপারস্টার ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে বয়ান দিলেন পর্তুগালের নতুন কোচ মার্তিনেজ। 


কাতার বিশ্বকাপে নক আউট পর্বে দক্ষিণ আফ্রিকা ও মরক্কোর বিরুদ্ধে একাদশের বাইরে ছিলেন সি আর সেভেন। আটত্রিশের ক্রিশ্চিয়ানোকে কি আর পর্তুগালের জাতীয় দলে ভাবা হবে? এমন প্রশ্ন উঠেছিল বিশ্বকাপ পরবর্তী সময়েও। তবে উত্তরটা হয়ত বিশ্বজুড়ে থাকা অগনিত রোনাল্ডো সমর্থকদের মুখে হাসি ফোটাবে। ইউরোর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে রোনাল্ডোকে নিয়েই দল ভাবছেন মার্তিনেজ। এমনকী আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিককে দলের বাইরে রাখা নিয়ে যা খবর সবই যে গুজব তা নিশ্চিত করে দিলেন বেলজিয়ামের প্রাক্তন কোচ। মার্তিনেজ বলছেন, ''জাতীয় দলে খেলার সময় ইউরোপের বাইরে কোনও ক্লাবে খেলা অনেক সময় উপকার হয়। একজন খেলোয়াড় হিসেবে ক্রিশ্চিয়ানোর ব্যক্তিগত গুণমান, অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা ও। আন্তর্জাতিক মঞ্চে ১৯৮ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওর।''


উল্লেখ্য, পর্তুগালের জার্সিতে ১৯৮ ম্য়াচে এখনও পর্যন্ত ১২২ গোল করেছেন রোনাল্ডো। জাতীয় দলের নেতৃত্বভার সামলাচ্ছেন ১৫ বছর ধরে। ২০১৬ সালে অধিনায়ক হিসেবে ইউরো কাপ জিতেছেন। মার্তিনেজ জানিয়েছেন যে রোনাল্ডোর অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণমান তাঁর দলগঠনে ও দলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। পেপেকেও দলে চাইছেন মার্তনেজ। তিনি বলেন, ''ক্রিশ্চিয়ানো ছাড়াও পেপের মত ফুটবলারও এই দলের সম্পদ। আমি চাই তরুণ ফুটবলারদের সঙ্গে ওদের অগাধ অভিজ্ঞতা ওরা ভাগ করে নিক।''


এই মুহূর্তে ক্লাব ফুটবলের সৌদির আল নাসেরের হয়ে খেলেন রোনাল্ডো। সেই ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন এখনও পর্যন্ত। মধ্যপ্রাচ্য়ের ক্লাব ও পরিবেশে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও নিতে হচ্ছে সি আর সেভেনকে। জাতীয় দলের জার্সিতে শেষ ২ ম্যাচে ৪ গোল করেছেন এই কিংবদন্তি। কেরিয়ারের একদম সায়াহ্নে পৌঁছে গিয়েছেন ক্রিশ্চিয়ানো। এই পর্যায়ে এসে ২০২৪ সালে জার্মানিতে আয়োজিত ইউরো কাপকেই নিজের ফেয়ারওয়েল টুর্নামেন্ট হিসেবে দেখতে চাইবেন পর্তুগিজ সম্রাট। আর সেই লক্ষ্যেই ইউরোর বাছাই পর্বের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে মুখোমুখি হবে রোনাল্ডো ও তার পর্তুগাল দল।