মাদ্রিদ: স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ম্যাচে বার্সেলোনাকে ৩-১ গোলে হারালেও দুঃসংবাদ রিয়েল মাদ্রিদে। রেফারিকে ধাক্কা মেরে পাঁচ ম্যাচ নির্বাসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোলের পর মেসিকে বিদ্রুপ করে তাঁরই মত জার্সি খুলে সেলিব্রেট করার কারণে প্রথম হলুদ কার্ড দেখেন তিনি। পেনাল্টি বক্সে ইচ্ছাকৃত ডাইভিংয়ের জন্য দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেন তিনি। আর, তারপরই মেজাজ হারান। পিছন থেকে ধাক্কা দেন রেফারিকে। এমনিতেই লাল কার্ড দেখায় একটি ম্যাচের নির্বাসন বহাল থাকত। রেফারিকাণ্ডের পর তার সঙ্গে যোগ হয় আরও চার ম্যাচের নির্বাসন। যার ফলে পাঁচ ম্যাচ মাঠের বাইরে চলে গেলেন তিনি। একইসঙ্গে তাঁকে সাড়ে চার হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। নির্বাসনের বিরুদ্ধে ১০ দিনের মধ্যে আবেদন করতে পারবেন সিআর সেভেন। এদিকে, ম্যাচ হেরে ইনস্টাগ্রামে অশালীন মন্তব্য করে বিতর্ক বাধালেন মেসি।