লিসবন: মাঠের মতোই মাঠের বাইরেও তিনি জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যাও বিশ্বের সব ক্রীড়াবিদদের থেকেও বেশি। কিন্তু এবার নতুন এক নজির সি আর সেভেনের। পাঁচবারের ব্যালঁ ডি অর জয়ী পর্তুগিজ সুপারস্টারের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা প্রিমিয়ার লিগের সব ক্লাবগুলোর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যার থেকেও বেশি।
কিছুদিন আগেই ম্যান ইউয়ে যোগ দিয়েছেন রোনাল্ডো। দ্বিতীয়বারের জন্য ওল্ড ট্র্যাফোর্ডে দেখা যাবে রোনাল্ডোকে। এক রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার লিগে যতগুলো ক্লাব রয়েছে তার সংখ্যা ২০। আর সেই ক্লাবগুলোর মিলিত ফলোয়ার সংখ্যার থেকে বেশি ফলোয়ার ইনস্টাগ্রামে রয়েছে রোনাল্ডোর। পর্তুগিজ স্ট্রাইকারের ফলোয়ার সংখ্যা ৩৩৫,০০০,০০০। অন্যদিকে প্রিমিয়ার লিগের ২০টি দলের সম্মিলিত ফলোয়ার সংখ্যা ১৮৪,০০,০০০।
উল্লেখ্য, কিছুদিন আগেই জুভেন্তাস থেকে ২ বছরের চুক্তিতে ম্যান ইউতে যোগ দিয়েছেন রোনাল্ডো। ২০২৩ সালের জুন মাস পর্যন্ত ম্যান ইউয়ের সঙ্গে চুক্তি হতে পারে সিআরসেভেনের।
রোনাল্ডোর প্রত্যাবর্তনে ভক্তদের মধ্যে উন্মাদনা। পর্তুগাল জাতীয় দলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডলে রোনাল্ডোর ম্যান ইউয়ে ফেরা নিয়ে বন্দনা। সমর্থকেরা ফের ওল্ড ট্র্যাফোর্ডে সিআরসেভেনের ম্যাজিক দেখার অপেক্ষায়। অনেকেই ট্যুইট করে লিখেছেন যে, এতদিনে ম্যান ইউ যেন পরিপূর্ণতা পেল। কেউ কেউ লিখেছেন, সিংহদের অরণ্যে মানায়, আর রোনাল্ডোকে ম্যান ইউয়ে। কারও কারও মতে, বিশ্বের সেরা ফুটবলারকে বিশ্বের সেরা ক্লাবেই মানায়।
এর আগে ২০০৯ সাল পর্যন্ত ম্যান ইউতে ছিলেন রোনাল্ডো। সেখান থেকে রিয়াল মাদ্রিদে গিয়েছিলেন। তবে ২০১৮ সালে রিয়াল ছেড়ে ইতালির ক্লাব জুভেন্তাসে যোগ দেন। এবার সেই জুভেন্তাস ছেড়েই ফের ম্যান ইউতে ফিরেছেন ৩৬ বছরের তারকা স্ট্রাইকার। ২০০৭-০৮ মরসুমে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল। সেবার রোনাল্ডো ছিলেন। এবার ফের রোনাল্ডো আসায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে ম্যান ইউ। উল্লেখ্য, রোনাল্ডোর মতো মেসিও গত মাসেই বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন। কাতালান ক্লাবের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে প্যারিসের ক্লাবে যোগ দিয়েছেন মেসি।