ব্যাঙ্কক: গত বছর ফুটবল বিশ্বে শোরগোল সৃষ্টি করে নিজের প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে তার বছর খানেক পরেই রোনাল্ডোর (Cristiano Ronaldo) ম্যাঞ্চেস্টার ছাড়ার জল্পনা নিয়ে ফের উত্তাল ফুটবলবিশ্ব। ম্যান ইউনাইটেডের সঙ্গে প্রাক মরসুম প্রস্তুতি সারতে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া সফরে আসেননি রোনাল্ডো। এর জেরেই জল্পনা আরও ঘণীভূত হয়েছে।


ছাড়া হবে না রোনাল্ডোকে


রোনাল্ডো ম্যাঞ্চেস্টারে রেড ডেভিলসদের অনুশীলনেও যোগ দেননি। তিনি পারিবারিক কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়। এতে অবশ্য জল্পনা থামেনি। তবে এই প্রসঙ্গে নিজের মতামত জানাতে গিয়ে কিন্তু এরিক টেন হাগ (Erik Ten Hag) স্পষ্ট বলে দিলেন, রোনাল্ডোকে বিক্রি করা হবে না। প্রাক মরসুমে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিরুদ্ধে ম্যাচের আগে ম্যান ইউনাইটেড কোচ বলেন, ''আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রেখেই আসন্ন মরসুমে পরিকল্পনা করছি এবং ওর সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমি (রোনাল্ডোর দল ছাড়ার খবর) পড়েছি বটে। তবে আমি সোজাসুজি জানিয়ে দিতে চাই যে ক্রিশ্চিয়ানোকে বিক্রি করা হবে না। ও আমাদের পরিকল্পনার অঙ্গ এবং ওকে নিয়েই আমরা সাফল্য পেতে চাই।''


গত মরসুমে প্রিমিয়র লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনাল্ডো। সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ২৪টি গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা। লিগে দুই বার মাসের সেরা খেলোয়াড় হওয়ার পুরস্কারও জেতেন বটে, জেতেন ম্যান ইউনাইটেডের বছরের সেরা খেলোয়াড় হওয়ার পুরস্কারও। তবে তাতে ইউনাইটেডের দলগত পারফরম্যান্সে একেবারেই বেশি প্রভাব পড়েনি। নিজেদের প্রিমিয়র লিগ ইতিহাসে সবথেকে কম পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ছয় নম্বরে শেষ করে রেড ডেভিলস।


টেন হাগের সঙ্গে কথা হয়েছে রোনাল্ডোর


ফলত স্বাভাবিকভাবেই আসন্ন মরসুমে ইউরোপের সেরা ক্লাব ফুটবল টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে না তাদের। মূলত সেই কারণেই রোনাল্ডো আরও বেশি করে দল ছাড়তে চান বলেই শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে প্রাক মরসুমে সফর করার আগে রোনাল্ডোর সঙ্গে তিনি কথা বলেছেন বলেই জানাচ্ছেন টেন হাগ। অবশ্য কী কথা হয়েছে, সেটা তিনি ব্যক্তিগতই রাখতে চান। টেন হাগ যাই বলুন না কেন, এতে রোনাল্ডোর দল ছাড়ার জল্পনা কিন্তু এখনই থামছে না, এটুকু নিশ্চিত।


আরও পড়ুন: রোনাল্ডো যোগ দিলে পিএসজি ছাড়বেন, স্পষ্ট হুমকি মেসির!