প্যারিস: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসি (Lionel Messi), মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা দুই ফুটবলার। বিশ্বের অগণিত অনুরাগীরা অন্তত একবার হলেও, এই দুই মহাতারকাকে একসঙ্গে একই দলের হয়ে খেলতে দেখতে চান। তবে এমনটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ।


গত মরসুমে ফুটবলবিশ্বে প্রবল আলোড়ন জাগিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন রোনাল্ডো। তবে এক বছর পরেই রোনাল্ডোর ম্যান ইউনাইটেড ছাড়া নিয়ে জল্পনা তুঙ্গে। বিগত ১৫ বছর ধরে রেড ডেভিলসদের পাশাপাশি রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাসের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মাতিয়ে আসছেন ‘সিআরসেভেন’। তবে এ বছর ম্যান ইউনাইটেডে থাকলে চ্যাম্পিয়ন্স লিগ নয়, বরং উয়েফা ইউরোপা লিগেই খেলতে হবে রোনাল্ডোকে।


গত বছর প্রিমিয়র লিগে ইউনাইটেড ষষ্ঠ স্থানে শেষ করায় চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করেনি তারা। এরপরেই আসন্ন মরসুমে রোনাল্ডো আদৌ দলে থাকবেন কি না, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। সাম্প্রতিক সময়ে সেই জল্পনা আরও বেড়েছে। এমনকী, ম্যান ইউনাইটেডের প্রাক-মরসুমেও দলের সঙ্গে সফরে যাচ্ছেন না রোনাল্ডো। যদিও তিনি পারিবারিক কারণেই দলের সঙ্গে প্রাক-মরশুম সফরে যাননি বলে জানানো হয়েছে। তাও অনেকেই মনে করছেন ইউনাইটেডে আর খেলবেন না বলেই রোনাল্ডোর এই সিদ্ধান্ত।


রোনাল্ডো ইউনাইটেড ছাড়লে, পর্তুগিজ মহাতারকাকে দলে নেওয়ার জন্য যে কোনও বিখ্যাত ক্লাবই ঝাঁপাবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে ফরাসি লিগ চ্যাম্পিয়ন প্যারিস সাঁ-জাঁর (Paris Saint-Germain) নামও শোনা যাচ্ছে। এই দলেই আবার গত মরসুমে যোগ দিয়েছেন লিওনেল মেসি, রয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপেরাও। রোনাল্ডো যোগ দিলে মহাতারকার মেলা দেখা যাবে পিএসজিতে। তবে রিপোর্ট অনুযায়ী, মেসি নাকি পিএসজি কর্ণধারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি রোনাল্ডোর সঙ্গে একদলে খেলবেন না।


এমনকী, রোনাল্ডো পিএসজিতে যোগ দিলে তিনি ক্লাব ছাড়ার হুমকিও দিয়েছেন বলে খবর। এই রিপোর্টকে যদি সত্যি বলে মনে করা হয়, তাহলে অগণিত ভক্তদের রোনাল্ডো ও মেসিকে এক দলে খেলতে দেখার স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যেতে চলেছে। অবশ্য পিএসজিতে না গেলে, গত মরসুমে প্রিমিয়র লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোর চ্যাম্পিয়ন্স লিগ খেলা দল পেতে খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়।   


আরও পড়ুন: জল্পনার অবসান, জুভেন্তাসে সই ডি মারিয়ার