নয়াদিল্লি: আগামী জুলাইতেই ভারতে আসতে পারেন বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তগালের এই তারকা ফুটবলার সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে তাঁর ভারতে আসার আগ্রহের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই সফর হতে পারে আগামী জুলাইতেই।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-ও জানিয়েছে, অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণা (ড্র)-র দিন রোনাল্ডোকে ভারতে নিয়ে আসার ব্যাপারে কথা চলছে। আগামী ৭ জুলাই মুম্বইতে এই ড্র হবে। এই অনুষ্ঠানেই দেখা যেতে পারে সিআর সেভেনকে।
এআইএফএফ সভাপতি প্রফুল্ল পটেল বলেছেন, রোনাল্ডোকে আনার ব্যাপারে পর্তুগালের ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা চলছে। রোনাল্ডোর এজেন্টের সঙ্গেও কথা বলার চেষ্টা করা হচ্ছে। ৭ জুলাই ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের ড্র-র দিন যদি তাঁর সময় থাকে তাহলে তিনি আসতে পারেন।
ভারতে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ উপলক্ষ্যে এআইএফএফ বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন তারকাকে আনার চেষ্টা করছে। বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রয়ের সূচনা অনুষ্ঠানে স্পেনের বিশ্বকাপজয়ী দলের ফুটবলার কার্লোস পুয়োল আসছেন বলে ঘোষণা করেছে এআইএফএফ।
কিন্তু পুয়োল তারকা হলেও সিআর সেভেনের মতো মহাতারকা নন।কাজেই আগামী জুলাইতে তিনি ভারতে এলে কার্যত তখন থেকেই বিশ্বকাপ আয়োজনের ঢাকে কাঠি পড়ে যাবে।
ইন্সটাগ্রাম লাইভেও রিয়াল মাদ্রিদের তারকা বলেছেন, তিনি ভারতে যেতে খুবই আগ্রহী।

ভারতে যে দিনে তাঁকে আনার চেষ্টা হচ্ছে, সেই দিন রোনাল্ডের আসতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। রিয়াল মাদ্রিদে তাঁর চলতি মরশুম শেষ হচ্ছে আগামী ৪ জুন। এরপর রাশিয়াতে কনফেডারেশন কাপে খেলার কথা পর্তুগিজ স্ট্রাইকারের। ওই টুর্নামেন্ট শেষ হচ্ছে ২ জুলাই। তাই তাঁর ভারতে আসার সম্ভাবনা খুবই উজ্জ্বল।
বিশ্বকাপ শুরু হচ্ছে ৬ অক্টোবর। ওই মাসের ২৮ তারিখ কলকাতার যুবভারতী স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত এই প্রথম ফিফা-র কোনও টুর্নামেন্ট আয়োজন করছে। অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে এই প্রথম খেলবে ভারত।