রিয়াধ: বয়স ৩৮ পেরিয়েছে, তাও এখনও দলের প্রয়োজনে তিনিই ত্রাতা। নতুন মরশুমে আল নাসরের (Al Nassr) হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পর্তুগিজ মহাতারকা গোল করার পাশাপাশি গোল করাচ্ছেনও। এই দুরন্ত ফর্মের সুফলও পেয়ে গেলেন রোনাল্ডো। অগাস্ট মাসের জন্য সৌদি প্রো লিগের (Saudi Pro League) সেরা খেলোয়াড়ের পুরস্কার (Player of the Month) পেলেন পর্তুগিজ মহাতারকা।


আল নাসরের হয়ে অগাস্ট মাসে লিগে পাঁচটি গোল করার পাশাপাশি দুইটি গোলের অ্যাসিস্টও বাড়ান তিনি। রোনাল্ডো সম্প্রতি আল ফাতের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। আল শাবাবের বিরুদ্ধে পেনাল্টি থেকে দুই গোল করেন। ৪-০ জেতে আল নাসর। লিগের শুরুটা আল নাসর একেবারেই ভালভাবে করতে পারেনি। রোনাল্ডোর অনুপস্থিতিতে আল ইত্তিফাকের বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত হয় তাঁর দল। রোনাল্ডো দলে ফিরলেও, আল তাউনের বিরুদ্ধেও ২-০ পরাজিত হয় আল নাসর।


 






তবে তার পরের দুই ম্যাচে গোলের বন্যা বইয়ে দেয় আল নাসর। আল ফাতে ও আল শাবাবের বিরুদ্ধে কোনও গোল হজম না করেই, যথাক্রমে পাঁচটি ও চারটি গোল করে। সাদিও মানের সঙ্গে তাঁর ঝোঝাপড়া দলের সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুই তারকার সুবাদেই আল নাসর দুই ম্যাচ জিতে লিগ তালিকায় ছয়ে উঠে এসেছে। এরপর আল হাজামের বিরুদ্ধে শনিবার মাঠে নামবে আল নাসর।


 






প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার সৌদি লিগে মাসের সেরা খেলোয়াড় হলেন রোনাল্ডো। এই বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমবার প্লেয়ার অফ দ্য মন্থের পুরস্কার জিতেছিলেন রোনাল্ডো। এবার ফের একবার সেরার শিরোপা জিতলেন তিনি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: গ্যালারিতে নর্থ-ইস্ট সমর্থকদের বিদ্রুপ, ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি প্রকাশ লাল হলুদের