ম্যাঞ্চেস্টার: টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ম্যাচ শেষের আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মাঠ ছাড়া নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। এই ঘটনার পরেই আরেক লন্ডনের দল চেলসির বিরুদ্ধে সপ্তাহের শেষেই মাঠে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। কিন্তু সেই ম্যাচের জন্য রেড ডেভিলসের স্কোয়াডেই নেই রোনাল্ডো। দল থেকে বাদ পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের কর্মকাণ্ডের জেরে ক্ষমাও চাইলেন রোনাল্ডো।


ভুল স্বীকার করলেন রোনাল্ডো?


চেলসির বিরুদ্ধে ম্যান ইউনাইটেডের স্কোয়াড ঘোষণা হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন, 'আমি নিজের গোটা কেরিয়ারেই সতীর্থ, কোচ এবং খেলার সঙ্গে জড়িত সকলকেই যথেষ্ট সম্মান দিয়ে এসেছি। সেটা এখনও বদলায়নি। আমিও বদলায়নি। ২০ বছর ধরে শীর্ষস্তরে খেলা চালিয়ে যাওয়া আমার মধ্যে কোনও বদল ঘটেনি। আজও সবক্ষেত্রেই সম্মান দেওয়াটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজে যখন খেলা শুরু করি, তখন অভিজ্ঞ খেলোয়াড়দের থেকে বিভিন্ন জিনিস শেখার চেষ্টা করেছি এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তরুণদের জন্যও সেই একই উদাহরণ তৈরি করতেও আমি সর্বদা বদ্ধপরিকর।'


প্রিমিয়ার লিগে এ মরসুমে বেশিরভাগ ম্যাচেই রোনাল্ডো বেঞ্চ থেকে ম্যাচ শুরু করেন। বহু ম্যাচে তাঁকে পরিবর্ত হিসাবেও মাঠে নামানো হয়। তবে খবর অনুযায়ী রোনাল্ডো স্পার্সের বিরুদ্ধে ম্যাচে পরিবর্ত হিসাবে মাঠে নামতে চাননি। তিনি ম্যানেজার এরিক টেন হাগের নির্দেশ উপেক্ষা করেই নাকি সাজঘরে ফেরেন। এই বিষয়ে সরাসরি কিছু না বললেও, রোনাল্ডো নিজের ব্যবহারের জন্য কার্যত ক্ষমাই চাইলেন। 'দুর্ভাগ্যবশত অনেকসময়ই সেই মুহূর্তের গরমাগরমির ফলে নিজের উদ্দেশ্যে থেকে সরে আসতে হয়। এখন আমায় ক্যারিংটনে (ম্যান ইউনাইটেডের অনুশীলন মাঠ) নিজের কাজটা চালিয়ে যেতে হবে এবং সামনে যা সুযোগ আসবে তা দুই হাতে গ্রহণ করতে হবে।'  


 






ভবিষ্যত নিয়ে জল্পনা


এ মরসুমে ম্যান ইউনাইটেড উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। তারপর থেকেই রোনাল্ডোর দল ছাড়ার জল্পনা শোনা গিয়েছিল। তবে ৩৭ বছর বয়সি পর্তুগিজ তারকা ম্যাঞ্চেস্টারেই থেকে যান। তবে দলের কোচের সঙ্গে এই ঘটনার পর রোনাল্ডোর ভবিষ্যত নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। তিনি জানুয়ারিতেই ম্যান ইউনাইটেড ছাড়তে চলেছেন? এই প্রশ্নের উত্তর পেতে সকলেই আগ্রহী। 


আরও পড়ুন: দলের জয় সত্ত্বেও ক্ষুব্ধ রোনাল্ডো, ম্যাচ শেষের আগেই ছাড়লেন মাঠ