ওল্ড ট্রাফোর্ড: এ মরসুমে নতুন কোচ এরিক টেন হাগের (Erik Ten Hag) অধীনে শুরুটা ভাল না করলেও, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সময়টা কিন্তু বেশ ভালই যাচ্ছে। চলতি প্রিমিয়ার লিগ মরসুমে আর্সেনাল এবং লিভারপুলের বিরুদ্ধে আগেই জয় পেয়েছিল রেড ডেভিলসরা। এবার মাঝসপ্তাহের ম্যাচে টটেনহ্য়াম হটস্পারকেও ২-০ গোলে হারাল ম্যান ইউনাইটেড (Man United vs Spurs)। অবশ্য ম্যান ইউনাইটেড এদিন জিতলেও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) মাঠেই নামাননি না টেন হাগ। এরপর রোনাল্ডোর এক কর্মকাণ্ডকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।


রোনাল্ডোর ক্ষোভ


টেন হাগ রোনাল্ডোকে প্রিমিয়ার লিগে খুব বেশি ম্যাচে প্রথম একাদশে রাখেননি। স্পার্সের বিরুদ্ধেও তাই রোনাল্ডো ইউনাইটেডের বেঞ্চে থাকায় কেউই খুব বেশি অবাক হননি। তবে দ্বিতীয়ার্ধে রোনাল্ডোকে গা গরম করার নির্দেশ দেন টেন হাগ। সেইমতো রোনাল্ডোও নিজের প্রস্তুতি শুরু করে দেন। তবে প্রস্তুতি বৃথাই যায়। তাঁঁকে পরিবর্ত হিসাবে মাঠেই নামাননি টেন হাগ। এরপরেই রোনাল্ডোকে ম্যাচের শেষ বাঁশি বাজি বাজার আগেই ডাগ আউট থেকে উঠে গিয়ে ম্যান ইউনাইটেডের সাজঘরের দিকে যেতে দেখা যায়। এই নিয়েই যত জল্পনা-বিতর্ক।


 






রোনাল্ডো যথেষ্ট পরিমাণ ম্যাচ খেলতে না পারায় ক্রমশই ক্ষুব্ধ হচ্ছেন বলে অনেকেই মনে করছেন। সেই ক্ষোভ থেকেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলেই মনে করছেন সিংহভাগ সমর্থক থেকে বিশেষজ্ঞরা। টেন হাগকে রোনাল্ডোর এই আচরণের সম্পর্কে ম্যাচ শেষে জিজ্ঞেস করা হলে ম্যান ইউনাইটেড কোচ বলেন, 'আমি কালকে এই বিষয়টা সমালাবো। আমি চাই যে দলের খেলার উপরেই যেন সকলের নজরটা থাকুক। এইসব বিষয়ে নয়।' প্রসঙ্গত, এদিন রোনাল্ডোর অনুপস্থিতিতে প্রথমার্ধে গোলের মুখ খুলতে ব্যর্থ হয় রেড ডেভিলসরা।


ব্য়র্থ কেন, সন


গোল লক্ষ্য করে ম্যান ইউনাইটেড প্রথমার্ধে মোট ১৯টি শট মারে। তাও গোলশূন্যই শেষ হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় ফ্রেড প্রথমে ম্যান ইউনাইটেডকে এগিয়ে দেন। এরপর ৬৯ মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন এদিনের অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। ম্যাচে স্পার্সের হয়ে হ্যারি কেন, সন হিউং-মিন গোল করতে ব্যর্থ হন। ম্যাচ জিতে নেয় ইউনাইটেডই। এই জয়ের ফলে লিগ তালিকায় ১৯ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। শনিবারই অবশ্য স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিরুদ্ধে জয় পেলে প্রথম চারে ইউনাইটেডের প্রবেশ পাকা।


আরও পড়ুন: ডার্বির আগে জয় পেতে মরিয়া ইস্টবেঙ্গল মুখোমুখি নর্থ ইস্টের, কখন, কোথায় দেখবেন ম্যাচ?