রিয়াদ: সকলকে খানিকটা চমকে দিয়েই গত বছর বিশ্বকাপের পরেই সৌদি প্রো লিগের (Saudi Pro League) ক্লাব আল নাসরে (Al Nassr) যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে এশিয়ার ক্লাবে যোগ দিলেও শুরু থেকেই রোনাল্ডো ইউরোপের কোনও ক্লাবে মরসুম শেষে ফিরতে পারেন বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। সেই জল্পনায় নিজেই জল ঢেলে দিলেন 'সিআর৭'।


সৌদিতেই থাকছেন রোনাল্ডো


সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকা সাফ জানিয়ে দিলেন, তিনি আসন্ন মরসুমেও আল নাসরেই থাকবেন। রোনাল্ডো বলেন, 'এই লিগটার উন্নতির অনেক জায়গা রয়েছে বটে, তবে লিগটা বেশ প্রতিযোগিতামূলক, বেশ ভাল। এখানে ভাল ভাল দল রয়েছে, কয়েকজন বেশ ভাল আরব ফুটবলারও আছেন। পরিকাঠামোগত দিক থেকে, রেফারিং এবেং ভিএআরের বিষয়টা আরেকটু উন্নত করার দরকার যদিও। এই ছোটখাট জিনিসগুলিতেই উন্নতি করতে হবে। তবে আমি খুশি এখানে। এখানেই খেলা চালিয়ে যেতে আগ্রহী এবং এখানেই খেলব আমি।'


রোনাল্ডোর মতে সৌদি প্রো লিগ যদি নিজেদের উন্নতির ধারা বজায় রাখতে পারে, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে সৌদির লিগ বিশ্বের প্রথম পাঁচ সেরা লিগের মধ্যে জায়গা করে নিতে পারে। তিনি জানান মরুদেশে তিনি ও তাঁর পরিবার কিন্তু বেশ আনন্দেই রয়েছেন এবং পুরো বিষয়টা উপভোগও করছেন। প্রসঙ্গত, রোনাল্ডো দলে থাকলেও লিগ খেতাব জিততে পারেননি আল নাসের। লিগ তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করে তাঁরা। মরসুমের শেষ ম্য়াচে তাঁরা আল ফাতেকে ৩-০ গোলে হারায়।  এই ম্যাচে অবশ্য রোনাল্ডো মাঠে নামেননি। পেশিতে দিন চারেক আগে চোট পাওয়ার ফলেই রোনাল্ডোকে এই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়। সৌদিতে নিজের প্রথম মরসুমে ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন পর্তুগিজ মহাতারকা।


ফের মেসি-রোনাল্ডো দ্বৈরথ?


প্রসঙ্গত, সদ্যই প্যারিস স জরমঁ (Paris Saint-Germain) কোচ জানিয়েছেন যে এ মরসুম শেষেই লিওনেল মেসি (Lionel Messi) প্যারিসের ক্লাব ছাড়ছেন। খবর অনুযায়ী, তাঁর জন্য বড় অঙ্কের প্রস্তাব তৈরি করেছে সৌদির আরেক ক্লাব। বার্সেলোনাতে মেসির ফেরা নিয়েও জল্পনা চলছেই। আর্জেন্তাইন মহাতারকা যদি সৌদির ক্লাবটির প্রস্তাবে সায় দেন, তাহলে ফের একবার লিগে রোনাল্ডো বনাম মেসির দ্বৈরথের সাক্ষী থাকতে পারেন ফুটবলপ্রেমীরা। 


আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?