ম্যাঞ্চেস্টার: প্রিমিয়র লিগ মরসুম শুরু হতে আর সপ্তাহখানেক বাকি। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এখনও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) হয়ে প্রাক মরসুমে একটি ম্যাচও খেলেননি। শনিবার (৩০ জুলাই) অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধেও অনুপস্থিত ছিলেন রোনাল্ডো। এরপরেই তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়ছে। কবে ম্যান ইউনাইটেডের জার্সিতে দেখা যাবে রোনাল্ডোকে? আদৌ কি দেখা যাবে?


রেড ডেভিলসদের থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে যাননি রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকা পারিবারিক সমস্যার জেরেই এই সফর করেননি বলে তিনি ক্লাবকে জানিয়েছিলেন। যা মেনেও নিয়েছে ক্লাব। তবে ওসলোতে রোনাল্ডোর না খেলা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। গত মঙ্গলবার (২৬ জুলাই) রোনাল্ডো ম্যাঞ্চেস্টারের অনুশীলন মাঠে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য এজেন্টের সঙ্গে উপস্থিত হয়েছিলেন। সেই আলোচনায়ও নাকি রোনাল্ডোকে জানানো হয়েছে, তাঁকে ছাড়তে আগ্রহী নয় দল। তবে তা সত্ত্বেও রোনাল্ডোর নিরন্তর অনুপস্থিতি, ম্যান ইউনাইটেড সমর্থকদের চিন্তা বাড়াচ্ছে।


রোনাল্ডোর জবাব


এ সবের মাঝেই রোনাল্ডোর এক সাম্প্রতিক কমেন্ট রেড ডেভিলস সমর্থকদের মুখে হাসি ফোটাবে। নরওয়েতে রোনাল্ডোর অ্যাটলেটিকোর বিরুদ্ধে না খেলে নিয়ে ইন্সটাগ্রামে তাঁর এক সমর্থক পেজ একটি পোস্ট করে। সেই পোস্টের জবাবেই রোনাল্ডো নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পর্তুগিজে উত্তর দেন। সেই উত্তরের বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, 'রবিবার রাজা খেলতে নামবে।'




৭ অগাস্ট শুরু প্রিমিয়র লিগ


অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের পর, আরেক স্প্যানিশ দল রায়ো ভায়োকানোর বিরুদ্ধে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ম্যান ইউনাইটেড। রবিবার সেই ম্যাচেই মাঠে নামবে বলে জানিয়েছেন রোনাল্ডো নিজেই। এই খবর নিঃসন্দেহে ম্যান ইউনাইটেড সমর্থকদের মুখে হাসি ফোটাতে বাধ্য। প্রসঙ্গত, অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জাও ফেলিক্সের গোলে ০-১ পরাজিত হয় ম্য়ান ইউনাইটেড। পরের রবিবার, ৭ অগাস্ট ব্রাইটনের বিরুদ্ধে ঘরের মাঠে প্রিমিয়র লিগ অভিযান শুরু করবে ম্যান ইউনাইটেড। সেই ম্যাচে রোনাল্ডো প্রথম একাদশে থাকেন কি না, সেটা কিন্তু দেখার বিষয় হবে। ম্যাচে তাঁর খেলা বা না খেলা তাঁর ভবিষ্যৎ নিয়ে ছবিটাও আরও স্পষ্ট করবে।


আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে স্কোয়াশের শেষ ষোলোয় পৌঁছে গেলেন বাংলার সৌরভ