বার্মিংহাম: ভারোত্তোলনে ফের গর্বের মুহূর্ত দেখল দেশ। শনিবার ভারোত্তোলনে ভারতকে দ্বিতীয় পদক দিলেন গুরুরাজা পূজারি (Gururaja Poojary)। পুরুষদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন তিনি।
পরপর দু'বার
পুরুষদের ভারোত্তোলনে ৬১ কেজি বিভাগে মোট ২৬৯ কেজি ওজন তোলেন পূজারি। স্ন্যাচে ১১৮ কেজি এবং ক্লিন ও জার্কে ১৫১ কেজি ওজন তোলেন তিনি। এই নিয়ে পরপর দুই কমনওয়েলথ গেমসে পদক জিতলেন গুরুরাজা। এর আগে ২০১৮ সালের কমনওয়েলথ গেমসেও পদক জিতেছিলেন তিনি।
মালয়েশিয়ার আজনিল বিন বিদিন মহম্মদ (Aznil Bin Bidin Muhamad) ২৮৫ কেজি ওজন তুলে সোনা জিতেছেন। যেটা কমনওয়েলথে রেকর্ড। পাপুয়া নিউগিনির মোরিয়া বারু ২৭৩ কেজি ওজন তুলে রুপো জিতেছেন।
গলি থেকে রাজপথ
গত বছর পাতিয়ালায় জাতীয় ভারোত্তোলন শিবিরে যোগ দেওয়ার আগে সঙ্কেত সরগর (Sanket Sargar) মহারাষ্ট্রের সঙ্গলিতে বাবার চায়ের দোকানে নিয়মিত সময় দিতেন। পড়াশোনা, ট্রেনিংয়ের পাশাপাশি বাবাকে চা তৈরি ও বিক্রির কাজে সাহায্য করতেন।
শনিবার বিকেলে গোটা দেশকে গর্ব করার মতো মুহূর্ত উপহার দিলেন সঙ্কেত। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে তাঁর হাত ধরেই প্রথম পদক এল ভারতের ভাঁড়ারে। ওজন তুলতে গিয়ে তিনি চোট পেলেন। তবু লড়াই ছাড়লেন না। মরিয়া লড়াইয়ে দেশকে চলতি কমনওয়েলথ গেমস থেকে প্রথম পদক এনে দিলেন সঙ্কেত সরগর (Sanket Sargar)। পুরুষদের ৫৫ কেজি বিভাগে ভারোত্তোলনে রুপো জিতেলন তিনি।
১ কেজির জন্য সোনা হাতছাড়া
৫৫ কেজি বিভাগে ভারোত্তোলনে দ্বিতীয় স্থান পেলেন সঙ্কেত। তাঁর হাত ধরেই বার্মিংহামে কমনওয়েলথ গেমসে পদকের খাতা খুলল ভারত। সঙ্কেত স্ন্যাচে ১১৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৩৫ কেজি ওজন তোলেন। ক্লিন অ্যান্ড জার্কে ১৪১ কেজি ওজন তুলতে গিয়ে তিনি কনুইয়ে চোটও পান। সব মিলিয়ে ২৪৮ কেজি ওজন তোলেন ভারতীয় অ্যাথলিট। তাঁর চেয়ে মাত্র ১ কেজি ওজন বেশি তুলে সোনা জেতেন মালয়েশিয়ার মহম্মদ আনিক বিন।
আরও পড়ুন: ভারত জিতলেও কোচ দ্রাবিড়ের উপর বেজায় চটলেন প্রাক্তন নির্বাচক প্রধান