লিসবন: করোনা আক্রান্ত পর্তুগাল ও জুভেন্তাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি পর্তুগালের হয়ে সুইডেনের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এরই মধ্যে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে তাঁর পক্ষে এই ম্যাচ খেলা সম্ভব হবে না।
পর্তুগালের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি সুইডেনের বিরুদ্ধে খেলবেন না।’
রোনাল্ডোর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেও, পর্তুগাল দলের বাকি সব সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। রোনাল্ডোর শরীরে অবশ্য কোনও সংক্রমণ নেই। তিনি ভাল আছেন। তবে যেহেতু করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে, তাই তাঁকে আপাতত আইসোলেশনে থাকতে হবে।
নেশনস লিগের যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় সময় অনুযায়ী বুধবার সন্ধেবেলা সুইডেনের বিরুদ্ধে খেলতে নামবে পর্তুগাল। এর আগে রবিবার ফ্রান্সের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে পর্তুগাল। সেই ম্যাচে পুরো সময় খেলেন রোনাল্ডো। তার আগে গত বৃহস্পতিবার স্পেনের বিরুদ্ধেও খেলেন তিনি। এই মহাতারকার করোনা আক্রান্ত হওয়ার খবরে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা উদ্বিগ্ন। সবাই বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলারের দ্রুত আরোগ্য কামনা করছেন।
করোনা আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Oct 2020 08:07 PM (IST)
সুইডেনের বিরুদ্ধে খেলতে পারবেন না রোনাল্ডো
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -