লিসবন: ফুটবল মাঠে তাঁদের শ্রেষ্ঠত্বের লড়াই ক্রীড়া দুনিয়ার সেরা আকর্ষণ মনে করা হয়। তবে রোজগারে লিওনেল মেসিকে পিছনে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম ফুটবলার হিসাবে কেরিয়ারে ১০০ কোটি ডলার রোজগার করে ফেললেন পর্তুগিজ তারকা! ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা সাড়ে সাত হাজার কোটি টাকারও বেশি!
পাশাপাশি লকডাউন চলাকালীন ইনস্টাগ্রামে পোস্ট করে বিশ্বে সবচেয়ে বেশি রোজগার করেছেন সিআরসেভেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর পোস্টের জন্য প্রায় আড়াই কোটি ডলার উপার্জন করেছেন তিনি। তালিকায় তাঁর পিছনে দ্বিতীয় লিওনেল মেসি। লকডাউন পর্বে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বাবদ প্রায় ১ কোটি ৭০ লক্ষ ডলার উপার্জন করেছেন আর্জেন্তিনার মহাতারকা। এই সময়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেড় কোটি ডলারের কিছু বেশি রোজগার করেছেন ব্রাজিলীয় সুপারস্টার নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়র। তালিকায় তিনি রয়েছেন তিন নম্বরে।
সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যাতেও সবচেয়ে এগিয়ে রোনাল্ডো। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ২২২.৪ মিলিয়ন, ট্যুইটারে ৮৫.৩ মিলিয়ন ও ফেসবুকে ১১২ মিলিয়ন। ফোর্বস পত্রিকার ১০০ সেলিব্রিটির তালিকায় চতুর্থ স্থানে রোনাল্ডো। ফোর্বসের তালিকায় একমাত্র ভারতীয়, ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বছরে ২ কোটি ৬০ লক্ষ ডলার রোজগার করেন বিরাট।
রোজগারে মেসিকে ছাপিয়ে গেলেন রোনাল্ডো, প্রথম ফুটবলার হিসাবে বিরল নজির পর্তুগিজ তারকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jun 2020 09:26 PM (IST)
সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যাতেও সবচেয়ে এগিয়ে রোনাল্ডো। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ২২২.৪ মিলিয়ন, ট্যুইটারে ৮৫.৩ মিলিয়ন ও ফেসবুকে ১১২ মিলিয়ন।
ফাইল ছবি
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -