মস্কো: বিশ্বকাপে ফের জ্বলে উঠলেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মরক্কোর বিরুদ্ধে ম্যাচের চতুর্থ মিনিটেই দুরন্ত হেডে গোল করলেন তিনি। এবারের বিশ্বকাপে এটা তাঁর চতুর্থ গোল। এই গোলটাই ম্যাচের ফল গড়ে দিল। মরক্কোকে ১-০ হারিয়ে গ্রুপ লিগে ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়ে নক-আউট পর্যায়ে যাওয়ার দিকে এগিয়ে গেল পর্তুগাল। ২৫ তারিখ গ্রুপের শেষ ম্যাচে ইরানকে হারাতে পারলেই শেষ ষোলোয় চলে যাবেন রোনাল্ডোরা।
এই ম্যাচে শুধু পর্তুগালকে জেতানোই নয়, ব্যক্তিগত রেকর্ডও গড়ে ফেললেন রোনাল্ডো। আন্তর্জাতিক ম্যাচে ৮৫টি গোল করে তিনি এখন ইউরোপের ফুটবলারদের মধ্যে শীর্ষে। আন্তর্জাতিক স্তরে সর্বোচ্চ গোলের তালিকায় দ্বিতীয় স্থানে পর্তুগালের তারকা। তাঁর আগে শুধু ইরানের আলি দাই। তাঁর গোলসংখ্যা ১০৯।
দুরন্ত গোল করে রেকর্ড রোনাল্ডোর, মরক্কোকে ১-০ হারাল পর্তুগাল
Web Desk, ABP Ananda
Updated at:
20 Jun 2018 08:03 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -