প্যারিস: পর্তুগালের ঐতিহাসিক ইউরো কাপ জয়ের রাতে এক নতুন অবতারে দেখা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চোট পেয়ে ফাইনাল ম্যাচের বেশিরভাগ সময়ই মাঠের বাইরে কাটাতে হল তাঁকে। কিন্তু রিজার্ভ বেঞ্চ থেকেই দলকে সারাক্ষণ উৎসাহ দিয়ে গেলেন। হাফটাইমে ড্রেসিংরুমে দলের উদ্দেশে বক্তৃতাও দিলেন। তাঁর সেই পেপ টকই দলকে অনুপ্রাণিত করেছিল বলে জানিয়েছেন সতীর্থ সেড্রিক সোয়ারেস। ফলে প্রত্যক্ষভাবে না হলেও দলের জয়ে পরোক্ষ অবদান থাকল রোনাল্ডোর।

 

২৪ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন রোনাল্ডো। তাঁর এই প্রস্থান দলের কাছে বড় ধাক্কা ছিল। কিন্তু ড্রেসিংরুমে না ফিরে গিয়ে রিজার্ভ বেঞ্চে বসে সারাক্ষণ সতীর্থদের তাতিয়ে গেলেন সিআরসেভেন। হাফটাইমে তিনি বলেন, ‘আমি জানি আমরাই জিতব। তোমরা সবাই লড়ে যাও। এককাট্টা হয়ে খেল।’ রোনাল্ডোর এই মানসিকতা দেখে দলের বাকিরা লড়াইয়ের শক্তি পেয়ে যান।

 

সোয়ারেস বলেছেন, চোট পেয়ে মাঠ ছাড়ার পরেও রোনাল্ডো ভেঙে পড়েননি। তিনি বাকি সময়টা সতীর্থদের সাহায্য করে গিয়েছেন। দ্বিতীয়ার্ধ এবং অতিরিক্ত সময়ে কার্যত সহকারী কোচের ভূমিকা নিয়ে নেন রোনাল্ডো। মাঝেমধ্যেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তিনি নির্দেশ দিচ্ছিলেন। এই ভূমিকাতেও সফল সিআরসেভেন। তাঁর দল প্রথমবার ইউরো কাপ চ্যাম্পিয়ন হল।