পুণে: লড়াইটা ছিল ভারতীয় দলের প্রাক্তন ও বর্তমান অধিনায়কের। সেখানে অভিজ্ঞতারই জয় হল। লো-স্কোরিং ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সহজেই ৬ উইকেটে হারিয়ে দিল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। এই জয়ের ফলে প্লে-অফের খুব কাছে পৌঁছে গেল সিএসকে। পরের চারটি ম্যাচের মধ্যে একটিতে জয় পেলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলবেন ধোনিরা। অন্যদিকে, এই ম্যাচে হেরে বিরাটদের প্লে-অফে যাওয়া আরও কঠিন হয়ে গেল।

আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। তাঁর এই সিদ্ধান্ত ঠিক বলে প্রমাণিত হয়। আরসিবি-র বিখ্যাত ব্যাটিং লাইনআপ এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ। ব্রেন্ডন ম্যাকালাম (৫), বিরাট (৮), এবি ডিভিলিয়ার্সরা (১) রান পাননি। লড়াই করেন বাঁ হাতি ওপেনার পার্থিব পটেল (৫৩) ও টিম সাউদি (৩৬ অপরাজিত)। এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কেউ দু’অঙ্কের রান পাননি। রবীন্দ্র জাডেজা তিনটি ও হরভজন সিংহ দু’টি উইকেট নেন। শেষপর্যন্ত ৯ উইকেটে ১২৭ রান করে আরসিবি।

রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের বিশেষ অসুবিধা হয়নি। মাঝের ওভারগুলিতে পরপর কয়েকটি উইকেট নিয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন উমেশ যাদবরা। তবে ধোনি (৩১ অপরাজিত) ও ডোয়েন ব্র্যাভো (১৪ অপরাজিত) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪ উইকেট হারিয়েই ১৮ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই।