নয়াদিল্লি: একদিনের ক্রিকেটে মোট সাতবার শূন্য রানে আউট হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান কেভিন পিটারসেন। সাতটি শূন্য রানই ভারতের বিরুদ্ধে। তিনি দলকে কোনও বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করতে পারেননি। কিন্তু এই রেকর্ডের পরেও, সোশ্যাল মিডিয়ায় ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট করে ভারতের প্রাক্তন অধিনায়ককে ব্যঙ্গ করার চেষ্টা করেন পিটারসেন। ছেড়ে কথা বলেনি আইপিএল-এ ধোনির দল চেন্নাই সুপার কিংস। ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও পিটারসেনকে পাল্টা ব্যঙ্গ করেছেন।

পিটারসেন যে ছবিটি পোস্ট করেন, তাতে দেখা যায়, তিনি ধোনিকে মাঠের একটি জায়গা দেখিয়ে বলছেন, ‘এমএসডি, ওখানে আমার জন্য ফিল্ডার রাখোনি কেন? তোমাদের বিরুদ্ধে রান করা কত সহজ।’ পাল্টা সিএসকে-র পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করা হয়েছে, সেটিতে দেখা যাচ্ছে, পিটারসেনকে স্টাম্প করছেন ধোনি। এই ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘কখনও কখনও ফিল্ডার দরকার হয় না।’

খেলা ছাড়ার পর থেকে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পিটারসেনের সম্পর্ক বেশ ভাল। তিনি আইপিএল-এও খেলেছেন। ধারাভাষ্যকার হিসেবেও তিনি জনপ্রিয় হয়েছেন। কিন্তু ধোনিকে নিয়ে তাঁর রসিকতা ভারতের ক্রিকেটপ্রেমীরা মোটেই ভালভাবে নেননি।