রাঁচি: চোটের কারণে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার মিচেল স্টার্ক। তাঁর জায়গায় দলে এলেন প্যাট্রিক কামিন্স। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন কামিন্স। ২০১১-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁর ৭৯ রানে ৬ উইকেটের স্পেলের হাত ধরেই টেস্ট জিতেছিল অসিরা। একদিনের এবং টি-২০ ফর্ম্যাটে, বিশেষত বিগ ব্যাশ লিগে সাম্প্রতিক পারফরম্যান্সের সুবাদেই দলে এলেন প্যাট কামিন্স।


১৬ তারিখ থেকে রাঁচিতে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট। তার আগে স্টার্কের চোট অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছে। চলতি সিরিজে ব্যাটে-বলে ভাল পারফরম্যান্স দেখাচ্ছিলেন স্টার্ক। কিন্তু ডান পায়ে চিড় ধরায় রিহ্যাবের জন্য স্টার্ককে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

আজ এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হর্নস বলেছেন, ‘মিচকে দলে না পাওয়া দুর্ভাগ্যজনক। আমরা পরিবর্ত হিসেবে একজন স্ট্রাইক বোলার চাইছিলাম। সেই কারণেই প্যাটকে দলে নেওয়া হয়েছে।’