সিডনি: গ্রীষ্মের মরশুমের টানা সাতটি টেস্টে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক।  পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের দলে ছিলেন তাঁরা।  সামনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ও এরপরে রয়েছে  নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার হেডকোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়ে দিয়েছেন যে, আগামী ৪টি টেস্টেও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তিন অজি পেসারকে। 

Continues below advertisement

কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউড এই ৩ পেস ব্যাটারি মিলে এখনও পর্যন্ত একসঙ্গে খেলেছেন মোট ২৮ টি টেস্টে।  তবে এটা দ্বিতীয়বার যখন পাঁচটি টেস্ট টানা একসঙ্গে খেলছেন এই তিন অজি পেসার। ২০২০-২১ মরশুমে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে এসেছিল ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। তখন প্রথমবার টানা পাঁচ টেস্টে খেলেছিলেন এই পেস ত্রয়ী। এরপর অ্যাশেজের প্রথম টেস্টে খেলেছিলেন কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউড। 

আইপিএলের নিলামে কামিন্স ও স্টার্ক সব রেকর্ড ভেঙে দিয়েছেন।

Continues below advertisement

কেকেআর ঝাঁপাল মিচেল স্টার্ককে (Mitchell Starc) পেতে। তীব্র লড়াই হল গুজরাত টাইটান্সের সঙ্গে। এবং রেকর্ড দাম উঠল বাঁহাতি পেসারের।যেদিন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স রেকর্ড অর্থে, ২০ কোটি ৫০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিলেন, সেদিন নতুন কীর্তি গড়লেন স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়ে উঠলেন স্টার্ক। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল কেকেআর

 

নিলামে অজ়ি পেসারের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। কিন্তু অজ়ি পেসার হয়তো নিজেও ভাবেননি যে, তিনি আইপিএলে আগের সব রেকর্ড ভেঙে দেবেন।  

জেনে অনেকে অবাক হবেন যে, মিচেল স্টার্ক গত ৮ মরশুম আইপিএলে খেলেননি। আর ফিরেই ইতিহাস তৈরি করলেন। তাঁকে নিয়ে দর কষাকষি পাল্টে দিল সব হিসেব নিকেশ। হতবাক অনিল কুম্বলের মতো কিংবদন্তিও। কুম্বলে বলেছেন, 'আট মরশুম আইপিএলে না খেলা কেউ এই দাম পাচ্ছে, অভাবনীয়।' প্যাট কামিন্সের ২০ কোটি ৫০ লক্ষ টাকা দাম পাওয়া নিয়েও অবাক কুম্বলে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা এক সময় বিরাট কোহলিদের কোচিং করানো কুম্বলে বলেছেন, 'কামিন্সের টি-টোয়েন্টি রেকর্ড দারুণ কিছু নয়। কীভাবে এই দাম পেল, সত্যিই কোনও ব্যাখ্যা নেই।'

তবে কামিন্স ও স্টার্ক আইপিএলে দল পেলেও জশ হ্যাজেলউডকে অবশ্য কোনও দলই নেয়নি। এমনকী দ্বিতীয় রাউন্ডেও কোনও দল অজি পেসারকে নিতে আগ্রহ দেখাননি।